header banner

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে মৃতু যুবকের, গ্রেফতার ৪

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে গণপিটুনির শিকার এক যুবক। আর গণপিটুনির জেরেই মৃত্যু হয় ওই যুবকের। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার গারুলিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অঞ্জনগড়ে। জানা যায় মৃত যুবকের নাম শুভজিৎ দাস ( ২৪)। তিনি জগদ্দলের গুড়দহ শালবাগান আনন্দপল্লীর বাসিন্দা।

{link}

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় হেঁটে যাওয়া একটি মেয়ের হাত থেকে নাকি মোবাইল ছিনিয়ে নিয়েছিল ওই যুবক। যার ফলে অঞ্জনগড়ের স্থানীয় মানুষজন ওই যুবককে পাকড়াও করে শ্যামনগর ২৩ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় বন্ধ থাকা একটি সিনেমা হলের সামনে বেধড়ক পেটানো শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। এরপর পুলিশের কর্মীরা আক্রান্ত যুবককে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

{link}

শ্যামনগরের মোবাইল চুরির ঘটনার সন্দেহে যুবককে পিটিয়ে মারার অভিযোগে সোমবার পুলিশ ৪জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায় ওই অভিযুক্তদের নাম, শুভাশিস চক্রবর্তী, রাজু ঘোষ, অয়ন চক্রবর্তী, ও শুভঙ্কর বিশ্বাস। সোমবার জগদ্দল থানার পুলিশ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ৩০২, ৩৪ আইপিসি ও ৪২/২৯০ আইপিসি ধারায় মামলার অজু করেছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।

{ads} 
 

News Death Public beaten Anjangarh Garulia Municipality Jagaddal Police Station North 24 Pargana West Bengal India জগদ্দল উত্তর ২৪ পরগনা সংবাদ

Last Updated :