header banner

শ্বশুরবাড়ি থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য পটাশপুরে

article banner

নিজস্ব সংবাদদাতা,পুর্ব মেদিনীপুর:  শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হাইস্কুলের প্রধান শিক্ষকের  ঝুলন্ত মৃতদেহ। মৃতের নাম  পবিত্র কুমার প্রধান, বয়স ৪৮। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১নং ব্লকের অমরপুর গ্রামে। তিনি পটাশপুরের দক্ষিন রাউতারা গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

{link}

স্থানীয় সূত্রের খবর, তিনি পটাশপুরের পাহাড়পুর জুনিয়ার হাইস্কুলের প্রধান শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়িতে থাকতেন। তার স্ত্রীও স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা। জানা যায়, শুক্রবার সকালে ওই শিক্ষক দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বচসা শুরু হয়। তারপর তারা দুজনেই স্কুলে চলে যায়। এরপর স্কুল থেকে শ্বশুরবাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে দেন পবিত্র। অনেক ডাকাডাকি করার পরও সারা না পেয়ে পরিবারের লোকেরা স্থানীয় প্রতিবেশিদের সহযোগিতার ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে পটাশপুর গ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  মৃত শিক্ষক পরিবারের আত্মীয়দের দাবি,  দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন পবিত্র। প্রতিনিয়ত স্কুলেও যেতেন না তিনি। রোগ যন্ত্রণার কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি। এ বিষয়ে মৃত  শিক্ষককে স্ত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

{link}

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বর্তমানে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঠিক কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন, তা এখনও জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা নাহলেও অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। 
{ads}

News Death East Medinipur West Bengal India পুর্ব মেদিনীপুর সংবাদ

Last Updated :