header banner

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির প্রতিবাদে বিক্ষোভ বহরমপুরে

article banner

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ রাস্তার কাজ নিম্নমানের হওয়ায় রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ গ্রামবাসীদের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া এলাকায়। তাদের দাবী, সঠিক নিয়মে উন্নতমানের জিনিস দিয়ে ফের রাস্তা করতে হবে।  এদিন এই বিক্ষোভের জেরে ব্যাপক চাঞ্ছল্য ছড়ায় গোটা বহরমপুর এলাকায়। 

{link}

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে নিয়াল্লিশপাড়া থেকে শিবপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। সেই রাস্তায় অতি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে বলে বিক্ষোভকারীদের  অভিযোগ। এ বিষয়ে বারবার তারা ঠিকাদারদের জানালেও কোনো কাজ হয়নি। এতোটাই  নিম্নমানের কাজ যে, সামান্য হাত দিয়েই রাস্তার সামগ্রী তুলে ফেলা যাচ্ছে। স্থানীয়দের অনুমান, আর কিছু দিন পরেই ওই রাস্তার অবস্থা বেহাল হয়ে যাবে। তাই বাধ্য হয়ে বুধবার সকাল থেকে তারা রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয়রা জানান, সঠিক নিয়ম মেনে উন্নতমানের জিনিস দিয়ে রাস্তার কাজ না করা হলে তারা রাস্তার কাজ আর করতে দেবেন না।

{link}

বিক্ষোভের জেরে কিছুক্ষনের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হলেও কিছুক্ষনের মধ্যেই যান চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়। তবে তাদের বিক্ষোভ চলতেই থাকে। এলাকাবাসীদের এই বিক্ষোভ কার্যকারী হয় কিনা, সেটাই দেখার বিষয়। 
{ads}

News Bahrampur Murshidabad West Bengal India সংবাদ মুর্শিদাবাদ বিক্ষোভ

Last Updated : 3 years ago