header banner

লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন, ব্যাহত দক্ষিণ পূর্ব শাখাতে রেল পরিষেবা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ দক্ষিণ-পূর্ব রেল শাখায় লাইনচ্যুত হলো একটি পণ্যবাহী ট্রেন। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে।ঘটনার জেরে ব্যাহত হয় হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন পরিষেবা। দুর্ঘটনার জেরে সমস্যায় পড়তে হয় ট্রেন যাত্রীদের। 

{link}

জানা যায়, রবিবার  বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে টাটা স্টিল এক্সপ্রেস এবং  তিরুচিরাপল্লী এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। এরপর জরুরি ভিত্তিতে ওই লাইনচ্যুত ট্রেনটিকে অন্য লাইনে সরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন রেলের অধিকারিকরা। বিকেল ৫ টা নাগাদ আপের লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ডাউন লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায়। সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ ডাউন লাইনের ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু দুর্ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় ১১টি লোকাল ট্রেন বাতিল হয়ে যায়। যার ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। 

{link}

দুর্ঘটনার জেরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঠিক কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখছে রেল দপ্তর। পাশাপাশি এ ঘটনা যাতে দ্বিতীয়বার না হয় সে বিষয়েও যথাযথ ব্যাবস্থা নিচ্ছে রেল দপ্তর।

{ads}

News South-Eastern Railway Sankrail Abada Howrah West Bengal India সংবাদ হাওড়া দক্ষিণ-পূর্ব রেল

Last Updated :