নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল বনগাঁ থানার শক্তিগড় নরত্তম পল্লী এলাকায়। তার স্বামী বিরুদ্ধে গৃহবধূকে খুনের দাবি তুলে আটকে রেখে মারধর করে উত্তেজিত জনতা। বাড়ি ভাঙচুরের চেষ্টার পাশাপাশি তার বাইকও ভাঙচুর করা হয়।
{link}
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। মৃত গৃহবধূর নাম প্রিয়া সেন ২২। অভিযুক্ত স্বামীর নাম রথিন্দ্রনাথ সেন। পেশায় তিনি বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী। তাদের দু'বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি লেগে থাকত। তাদের আরও অভিযোগ, রথিন্দ্রনাথ বাবু রোজ মদ খেয়ে এসে তার বউ কে মারধর করত। প্রতিবেশীরা বাঁধা দিলে তাদের কেও গালিগালাজ করত। স্ত্রী কে বাড়ি থেকে বাইরে বেরোতেও দিত না। পাড়া প্রতিবেশীদের সঙ্গে মিশলে সন্দেহ করত। এলাকাবাসীদের অনুমান,গতকাল প্রিয়ার স্বামী তাকে মেরে ঝুলিয়ে দেয়। প্রতিবেশীরা খবর পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করার পর জানতে পারে তিনঘন্টা আগেই তিনি মারা গেছেন।
{link}
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে বনগাঁ থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ ওই গৃহবধূর স্বামী ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার করে। তবে রথিনের পরিবারের দাবি প্রিয়া কে কেউ খুন করেনি। সে আত্মহত্যা করেছে। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনের কাছে প্রিয়ার পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের অনুরোধ,যত দ্রুত সম্ভব অপরাধী যেন কঠিন শাস্তি পায়।
{ads}