header banner

নিম্নচাপের জেরে দুর্ঘটনা এড়াতে যাতায়াত ব্যবস্থা বন্ধ গন্ধেশ্বরী নদীর অস্থায়ী কাঠের সেতুতে

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া:  নিম্নচাপজনিত বৃষ্টির কারণে জেলার অন্যান্য নদীগুলির সঙ্গে জল বাড়ছে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতেও। এই অবস্থায় সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে শহরের সতীঘাট সংলগ্ন গন্ধেশ্বরী নদীর অস্থায়ী কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিল বাঁকুড়া পৌরসভা। সেতুটি বন্ধ করে দেওয়ায় যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।তবুও অস্থায়ী কাঠের সেতুটি ভেঙে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তাই বাঁকুড়া পৌরসভার আগাম এই উদ্যোগ।  

{link}

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, গন্ধেশ্বরী নদীর ওপারে কেশিয়াকোল, বিকনার মানুষের কথা ভেবে পৌরসভার তরফে গত বছর নভেম্বর মাসে অস্থায়ী এই কাঠের সেতুটি তৈরী করা হয়। ওই এলাকার মানুষ যেখানে মাত্র কয়েক মিনিটে বাঁকুড়া শহরে পৌঁছে যেতে পারেন, সেখানে সেতু না থাকার কারণে দীর্ঘ পথ ঘুরে শহরে আসতে হতো তাদের। সেই কারনেই অস্থায়ী এই কাঠের সেতুটি তৈরি করা হয়।এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সমস্যা বাড়ছে বৈ কমছেনা। এই কাঠের সেতু বন্ধ মানে জাতীয় সড়ক দিয়ে চার পাঁচ কিলোমিটার ঘুরে বাঁকুড়া শহরে পৌঁছাতে হবে। ফলে গ্রামের ছাত্র ছাত্রীরা বেশী সমস্যায় পড়বে। এছাড়াও রাতের দিকে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে দূর্ভোগের শেষ নেই। বাঁকুড়া পৌরসভার উপপৌর প্রধান হীরালাল চট্টরাজ বলেন, নদীতে জল বাড়ার ফলে সেতুটি নড়বড়ে হয়ে গেছে। তাই আপাতত অস্থায়ী কাঠের সেতুর উপর দিয়ে চলাচল বন্ধ রাখা হল। জল কমলে নতুন করে মেরামতির কাজ শেষে ফের তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। একই সঙ্গে খুব দ্রুত এই জায়গাতে কংক্রিকেট বড় সেতু যা তৈরীর কাজ চলছে তা শেষ হয়ে যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

{ads}

News Bankura West Bengal India বাঁকুড়া সংবাদ

Last Updated :