নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ আবারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুজনের। মৃতদের নাম অনঙ্গ মোহন ঘোষ (৬০) ও পার্বতী ঘোষ (৫৫)। শনিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানা এলাকার ভূতশহর গ্রামে। ঘটনাটি ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে বাড়ির সামনে পড়ে থাকা ৪৪০ ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দুজন। আর তার জেরেই মৃত্যু হয়েছে তাদের। স্থানিয়রা ওই দুজনকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখে বিদ্যুৎ এর মেইন নামিয়ে দেন। অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জন্যই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।স্থানীয় এক ব্যাক্তি জানিয়েছেন, এর আগেও ওই এলাকায় এরুপ মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে বারবার সমস্যার কথা জানানো হলে তারা কোনোও পদক্ষেপ নেন নি। তাদের উদাসীনতার জন্যই আবারও এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে হল ভূতশহর গ্রামকে।ওই দুই ব্যাক্তির অকাল প্রয়ানে শোকাহত মৃতদের পরিবার সহ স্থানীয়রাও।
{link}
ঘটনাটির খবর পেয়ে গ্রামে আসেন বাঁকুড়া জেলা পরিষদের সদস্য অলক সিংহ এবং ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। অলকবাবু এই ঘটনার পিছনে বিদ্যুৎ দপ্তরের গাফিলতিকেই দায়ী করেছেন। বিধায়ক অমরনাথ শাখা বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। অবিলম্বে কেবল্ এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের দাবী জানান তিনি।
{ads}