header banner

নদীয়ায় পৌরসভার ড্রেন পরিষ্কারের কাজ করতে গিয়ে তিন শ্রমিক বিদ্যুৎপৃষ্ঠ, গুরুতর অসুস্থ একজন

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ হাই ড্রেনের কাজ চলাকালীন মাটির তলা দিয়ে যাওয়া আর্থিং এর তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর বড়বাজার রথ তলা এলাকায়। আহত ওই শ্রমিকের নাম ফটিক সরকার। আশঙ্কাজনক অবস্থায় তিনি আপাতত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

{link}

জানা যায় শান্তিপুর পৌরসভার চুক্তিভিত্তিক ঠিকাদারের অধীনস্থ শ্রমিক নিয়ে ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই হাই ড্রেনের কাজ চলছিল। ড্রেন তৈরির কাজে ভিন জেলা থেকে অনেক শ্রমিক আসেন কাজ করতে। শুক্রবার সকাল থেকেই এলাকায় কাজ চলছিল। কাজ চলাকালীন হঠাৎই মাটির নিচে দিয়ে যাওয়া আর্থিং এর তারে পা লাগে ওই শ্রমিকের। একই সাথে অন্য দুই শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েন মাটিতে। জল কাদার মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি ওই শ্রমিককে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে ওই শ্রমিকের সাথে আরো যে দুই শ্রমিক ছিল তারা শুকনো জায়গায় থাকার কারণে তাদের সেই ভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

{link}

ইলেকট্রিক পোলের আর্থিংয়ের তার কারেন্ট হয়ে যাওয়ার জন্যই এই দুর্ঘটনা বলে মনে করছেন বাকি কর্মীরা। স্বভাবতই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। হাইড্রেন তৈরির ঠিকেদার জানান, যখন হাইড্রেন তৈরীর কাজ চলছিল তখন ওই আর্থিং এর তার লক্ষ্য করেননি শ্রমিকরা। যদিও আর্থিং এর তারটি রাস্তার পাশে বসানো বৈদ্যুতিক খুঁটির তার বলে জানা যায়। তবে অল্পের জন্য বেঁচে যান ওই শ্রমিক।

{ads}
 

News During the work on the high drain a worker was electroucted by an earthing wire Shantipur Nadia West Bengal India শান্তিপুর নদীয়া সংবাদ

Last Updated :