header banner

আসল ডাক্তারের বড় অভাব, শূন্যস্থান পূরণ করছে ভুয়ো ডাক্তারের

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ নেশাগ্রস্ত অবস্থায় রোগী দেখছিলেন ডাক্তারবাবু। সেই সঙ্গে তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন রোগী ও তার আত্মীয়দের। এই ঘটনাই ডেকে আনল বিপদ। নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর থেকে ভুয়ো চিকিৎসকের অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যাক্তিকে।

{link}
 
জানা যায় অভিযুক্তের নাম অশোক মন্ডল। তার বিরুদ্ধে অভিযোগ, আলিপুরদুয়ারের এক চিকিৎসক মোহিত কুমার সাঁতরার রেজিস্ট্রেশন জাল করে গত কয়েকবছর ধরে লস্করপুরে চিকিৎসা করছিলেন তিনি। প্রায় আড়াই বছর ধরে তিনি সেখানে বসবাস করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, কোভিডের সময় ওই এলাকার বাসিন্দাদেরও চিকিৎসা করেছেন তিনি। বেশ কিছুদিন আগে তিনি ওই এলাকাতেই একটি বাড়ি ভাড়া নিয়ে লাইফ ক্লিনিক নামে একটি সেন্টারও খোলেন।

{link}

অভিযোগ সেখানেই ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। জানা যায়, চিকিৎসা করার পাশাপাশি ডেথ সার্টিফিকেটও দিতেন অভিযুক্ত ওই ব্যাক্তি। ইতিমধ্যেই ওই ভুয়ো ডাক্তারটিকে পুলিশ গ্রেফতার করেছে। পাশাপাশি আলিপুরদুয়ারের ওই চিকিৎসকের বিষয়েও খোঁজ নিচ্ছে পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

{ads}
 

News Fake doctor Laskarpur Narendrapur police station Baruipur Subdivisional Court South 24 Pargana West Bengal India লস্করপুর দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :