header banner

বাঁকুড়ায় পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগে গ্রেফতার বাবা-ছেলে

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: এর আগেও অবলা জন্তুদের নির্মম ভাবে মেরে ফেলার নিদর্শন মিলেছে প্রচুর। এবার সেই একই ঘটনার চূড়ান্ত অমানবিকতার সাক্ষী থাকলো লাল মাটির জেলা বাঁকুড়া। মাংসে বিষ মিশিয়ে বেশ কয়েকটি পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠলো বাবা ও ছেলের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে কোতুলপুর থানা এলাকার দেশড়া-কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েতের বনমুখ গ্রামে। এই ঘটনার পরেই অভিযুক্ত বাবা স্বপন পাল এবং ছেলে অশোক পালকে গ্রেফতার করেছে পুলিশ।

{link} 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই ব্যাক্তি বনমুখ গ্রামের বাসিন্দা। জানা যায়, বুধবার সন্ধ্যায় স্বপন পাল ও অশোক পাল ছাগলের মাংসে বিষ মিশিয়ে বেশ কয়েকটি পথ কুকুরকে মেরে ফেলার চেষ্টা করেন। এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করেন এবং তারাই থানায় খবর দেন। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় 'অসুস্থ' কুকুর গুলিকে স্থানীয় বাসিন্দারা নিকতবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। পশু চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন তাদের বাঁচিয়ে তোলার।

{link}

একই সঙ্গে অভিযুক্ত বাবা ও ছেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও প্রিভেনশান অফ ক্রুয়েলটি অ্যাক্ট- ১৯৬০ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। চরম নিন্দনীয় এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন ঐ গ্রামের মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই অপরাধের জন্য অভিযুক্তদের ব্যাক্তিদের উপযুক্ত শাস্তি চান তাঁরা।

{ads} 

News Street dogs Arrested father and son Bankura West Bengal India বাঁকুড়া সংবাদ

Last Updated :