header banner

মালদায় বাজ পড়ে মৃত্যু বাবা ও ছেলে

article banner

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ বাজ পড়ে মৃত্যু বাবা ও ছেলের। ঘটনাটি ঘটেছে মালদার ভুতনি থানার উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের আলাদিয়া এলাকায়। মৃতদের নাম দুলাল ঘোষ ও অনুপ ঘোষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভূতনি থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

{link}

স্থানীয় সুত্রের খবর, বৃহস্পতিবার ভোরবেলা মালদা এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি  শুরু হয়। ঠিক সেই সময় বাবা দুলাল ঘোষ  ও ছেলে অনুপ ঘোষ বাড়ি থেকে কিছুটা দূরে গোয়ালঘরে গরু তুলতে গিয়েছিলেন বলে জানা যায়।  তখনই সেখানে বাজ পড়ে। এরপর স্থানিয়রা দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে ভূতনি হাসপাতালে  নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে ভূতনি থানার পুলিশ দেহ নিজেদের হেফাজতে নিয়ে  ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

{link} 

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঝড় বৃষ্টি হওয়ার ফলে মালদা এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগের ফলে কোথাও ভেঙে পড়েছে পুরনো বট গাছ, আবার কোথাও আলগা হয়েছে ভিটে। বেশকিছু মাটির বাড়ি  ভেঙে পড়েছে বলে জানা যায়। কিন্তু তার থেকেও বড় ক্ষতি হয়েছে দুলাল ঘোষের পরিবারে। বাবা ছেলের অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার সহ গোটা এলাকায়।

{ads}

News Father and son killed by thunderstorm Aladia area Bhutni police station Malda North chandipur Gram panchayat West Bengal India মালদা সংবাদ

Last Updated :