header banner

অবশেষে উদ্ধার দামোদর নদে তলিয়ে যাওয়া নিখোঁজ ছাত্রের মৃতদেহ

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: বন্ধুদের সাথে বেড়াতে এসে দামোদর নদে তলিয়ে নিখোঁজ হলো এক পড়ুয়া। অবশেষে শনিবার উদ্ধার হল তার দেহ। শুক্রবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের শশঙ্গা পঞ্চায়েতের চড়মানা এলাকায়। মৃত ছাত্রের নাম সৌরভ সাই। শনিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষের শশঙ্গা পঞ্চায়েতের কৈতানপুর চড়মানা এলাকায়।

{link}

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সৌরভ ও তাঁর কয়েকজন বন্ধু মিলে বর্ধমান শহরের কালনাগেট এলাকা থেকে বেড়াতে আসে শশঙ্গা পঞ্চায়েতের চড়মানায়। বর্ষার মড়শুমে দামোদর নদের চেহারায় যথেষ্ট পরিবর্তন হয়েছে। নদীতে জলও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে । উত্তাল দামোদর নদের চড়মানাতে বেরাতে এসেই এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয়। হঠাৎ করেই সৌরভ পা পিছলে জলে তলিয়ে যায়। অন্যান্য বন্ধুরা চেষ্টা করেও তাকে উদ্বার করতে পারেনি। এই ঘটনার পরেই খবর দেওয়া হয় ঐ ছাত্রের পরিবার সহ খন্ডঘোষ এলাকার থানায়। রাত অবধি অভিযান চালিয়েও খোঁজ মিলছিলো না ঐ নিখোঁজ ছাত্রের।

{link}

এরপর বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা আসেন ঘটনাস্থলে। কিন্তু উত্তাল নদীতে খোঁজার পরেও মেলেনি তার খোঁজ। এরপর শনিবার সকাল থেকে ফের দীর্ঘক্ষন অভিযান চালানোর পর অবশেষে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় দামোদরের জল থেকে। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ছাত্রের অকাল মৃত্যুতে শোকাহত পরিবার।

{ads}

News Shashanga Panchayat East Burdwan West Bengal India পূর্ব বর্ধমান মৃত্যু সংবাদ

Last Updated :