header banner

জম্মু কাশ্মীরের টানেলে মৃত ধূপগুড়ির পাঁচ শ্রমিক

article banner

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ ধূপগুড়ি থেকে জম্মু কাশ্মীরের রাম্বানে ন্যাশনাল হাইওয়েতে সুড়ঙ্গ তৈরির কাজ করতে গিয়ে ধসে চাপা পড়ে একসঙ্গে মৃত্যু হয় ধূপগুড়ির ৫ জন শ্রমিকের। একই গ্রামে একই সাথে জ্বলবে পাঁচ পাঁচটি চিতা। শোকস্তব্ধ গোটা গ্রাম।

{link}

জানা যায়, পাঁচ শ্রমিকের মধ্যে তিন জন গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এবং বাকি দুজন মাগুরমারী ২ নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ২। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। তাই বিকল্প আয়ের সন্ধানে শ্রমিকের কাজ করতে জম্মু কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন ধূপগুড়ি ব্লকের মোট ১২ জন শ্রমিক। সূত্রের খবর, বুধবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ রাম্বান জেলায় ন্যাশানাল হাইওয়েতে সুরঙ্গ তৈরির কাজ করার সময় ধস নামে। এরপরেই শ্রমিকরা সুরঙ্গে আটকে পড়েন।

{link}

প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার ওই শ্রমিকদের মৃতদেহ গুলি ধূপগুড়ি গ্রামে আসবে। সেই সঙ্গে ধূপগুড়ি ব্লকে একই সাথে জ্বলবে পাঁচটি চিতা। স্বজনের দেহের অপেক্ষায় প্রহর গুনছেন গ্রামবাসীরা।

{ads}
 

News Five workers of Dhupguri were killed National Highway from Dhupguri to Ramban in Jammu and Kashmir Dhupguri Jalpaiguri West Bengal India ধূপগুড়ি জলপাইগুড়ি সংবাদ

Last Updated :