নিজস্ব সংবাদদাতা, হুগলীঃ ডাকঘরের টাকা তছরূপের অভিযোগে প্রাক্তন এক পোষ্ট মাষ্টারের ৫বছরের সাজা শোনাল চুঁচুড়া আদালত। অভিযুক্ত প্রাক্তন পোষ্ট মাষ্টারের নাম কমল হালদার।তিনি রায়বাজার পোষ্ট অফিসে পোষ্ট মাষ্টারের কাজ করতেন।
{link}
আইনজীবি সূত্রে খবর, ২০১৬ সালে চুঁচুড়া থানায় কমল হালদারের বিরুদ্ধে ডাকঘরের টাকা তছরূপের অভিযোগ দায়ের করেন তৎকালীন মুখ্য ডাকঘরের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট।অভিযোগ রায়বাজার ডাকঘর থেকে কমলবাবু মোট ৬লক্ষ ৪৩হাজার টাকা তছরূপ করেন।জানা যায়, ২০১৫ সালে অবসরের সময় হলেও ২০১৬ সালে কমলবাবু অস্থায়ী হিসাবে ওই ডাকঘরেই কর্মরত ছিলেন।এই নিয়েই দীর্ঘদিন মামলা চলছিল চুঁচুড়া আদালতে। অবশেষে মঙ্গলবার এই মামলার শুনানি হয়। চুঁচুড়া আদালতের বিচারক সুরজিৎ মজুমদার, কমল হালদারকে দোষী সাব্যস্ত করেন।
{link}
সরকার পক্ষের আইনজীবি রনেশ চন্দ্র ধর জানান, বিচারক এই মামলায় কমল হালদারকে ৫বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন। এবং অনাদায়ে আরও ৬মাস জেল ও ১০হাজার টাকা জরিমানা করেছেন।
{ads}