header banner

টাকা লোন দেওয়ার নামে প্রতারণা,পুলিশের দারস্থ হাওড়ার যুবক

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারণা। আর সেই প্রতারণার ফাঁদে পা দিলেন হাওড়ার এক যুবক। শুধু তাই নয়, ঋণের টাকা শোধ দেওয়ার পরেও ওই যুবককে ব্ল্যাকমেইলের পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হয়। ভয় পেয়ে অবশেষে জয় চক্রবর্তী নামে ওই যুবক হাওড়া সিটি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

{link} 

স্থানীয় সূত্রে জানা যায়, জয় চক্রবর্তী হাওড়ার দক্ষিণ বাকসারা এলাকার বাসিন্দা। পেশায় তিনি এক  প্রাইভেট সংস্থায় চাকুরিজীবি। এবছরের মার্চ মাসের শেষের দিকে তিনি মোবাইলে একটি লোন অ্যাপ ডাউনলোড করে দশ হাজার টাকা লোন নিয়েছিলেন। তারপরেই প্রতারনার ফাঁদে পড়েন তিনি। টাকা শোধ করার পরেও শুরু হয় ব্ল্যাকমেলিং। টাকা শোধের জন্য তিনি আরো কয়েকটি অ্যাপসের মাধ্যমে লোন নেন। কিন্তু তারপরেই শুরু হয় বিপত্তি। জয় বাবুর অভিযোগ, এরপর থেকেই তাকে চূড়ান্ত পর্যায়ে ব্ল্যাকমেলিং করা শুরু হয়। মহিলাদের আপত্তিকর ছবি তার ছবির সাথে সুপারইম্পোজ করে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে তার মোবাইলের কন্টাক্ট লিস্টে থাকা  পরিচিতদের কাছে।

{link} 

এমনকি আরও টাকা না দিলে তাকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এই অবস্থায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন জয় চক্রবর্তী। ব্ল্যাকমেইল সহ্য করতে না পেরে তিনি বোটানিক্যাল গার্ডেন থানার দারস্থ হন। থানায় তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম সেল।

{ads}
 

News Fraud Money loan Blackmail South Baksara Howrah City Police Cyber crime Howrah West Bengal India হাওড়া সংবাদ

Last Updated :