নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ সিবিআই তদন্তে নামার সাথে সাথেই হাঁসখালি নাবালিকা গণধর্ষণকাণ্ডে উঠে এল তৃতীয় অভিযুক্তের নাম। ঘটনার সঙ্গে জড়িত নতুন অভিযুক্তের নাম রঞ্জিত মল্লিক। আপাতত তিনি পলাতক। ইতিমধ্যেই তার বাড়ি সিল করে দিয়েছে সিবিআইয়ের প্রতিনিধিদল।
{link}
মহামান্য আদালতের নির্দেশে হাঁসখালি গণধর্ষণকাণ্ডের তদন্ত ভার নিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। পরিবারের সঙ্গে একাধিকবার কথা বলেছেন তারা। সংগ্রহ করেছেন বিভিন্ন নমুনা। পাশাপাশি মূল অভিযুক্ত সোহেল গোয়ালীর বাড়ির তালা ভেঙে ঘরের ভেতরেও প্রবেশ করে সিবিআই। যে ঘরে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল সেখানকার রক্ত মাখানো বিছানার চাদর সহ একাধিক নমুনা সংগ্রহ করেছে তারা। আগেই এই ঘটনার মূল অভিযুক্ত সোহেল গোয়ালী এবং তার বন্ধু প্রভাকর পোদ্দার কে গ্রেফতার করা হয়েছিল। এবার তাদের জিজ্ঞাসাবাদ করে নতুন অভিযুক্তের নাম উঠে এলো এই ধর্ষণকাণ্ডে।
{link}
পুলিশ সূত্রের খবর, গাড়াপোতা বেলতলার বাসিন্দা রঞ্জিত মল্লিক মূল অভিযুক্ত সোহেল এবং প্রভাকরের বন্ধু। তার বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। একা মাকে নিয়েই বাড়িতে থাকত সে। জানা যায়, ঘটনার দিন ওই রাতে রঞ্জিত মল্লিক নিজেও উপস্থিত ছিল সোহেলের বাড়িতে। যদিও একসপ্তাহ আগে থেকেই পলাতক রঞ্জিত। ইতিমধ্যেই রঞ্জিতের খোঁজে তল্লাশি শুরু করেছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার মতে,যত দ্রুত সম্ভব তারা ঘটনার সঙ্গে জড়িত নতুন অভিযুক্তকে গ্রেফতার করবে।
{ads}