header banner

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত পুর্নবার, কবর খুঁড়ে উদ্ধার দেহ

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ গৃহবধূর মৃত্যুর পরে গণধর্ষণ এবং খুনের অভিযোগ তার পরিবারের। যার জেরে মৃত গৃহবধূর মৃতদেহ কবর খুঁড়ে তোলা হল। ঘটনাটি নদীয়ার গাংনাপুর থানার খাগড়া ডাঙ্গা গ্রামের। জানা যায়, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সেই মৃতদেহ দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে আরজিকর হাসপাতালে।

{link}

গৃহবধূর পরিবারের অভিযোগ, গত ৬ মার্চ গৃহবধূর শ্বশুরবাড়ি কামারবেরিয়া গ্রামে তিনি গণধর্ষণের শিকার হন। গণধর্ষণের পর দুষ্কৃতীরা তার মুখে ঘাস মারার বিষ ঢেলে দিয়েছিল বলেও অভিযোগ। এরপর তার পরিবারের সদস্যরা তাকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় রহমান ক্লিনিকে। বেশ কিছুদিন চিকিৎসা হওয়ার পর ওই গৃহবধূকে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে গত ১৪ই মার্চ তার মৃত্যু হয়। বিষক্রিয়ার মৃত্যুর অভিযোগের ভিত্তিতে ১৫ ই মার্চ গৃহবধূর প্রথমবার ময়নাতদন্ত করা হয়েছিল। এরপর তার নিজের বাড়ির পাশের কবরস্থানে ওই গৃহবধূর মৃতদেহ কবর দিয়ে দেওয়া হয়েছিল বলে জানা যায়। যদিও পরে ওই গৃহবধূর মায়ের অভিযোগের ভিত্তিতে পুনরায় কলকাতা হাইকোর্ট ওই গৃহবধূর মৃতদেহ দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেয়।

{link}

পুলিশের পক্ষ থেকে প্রথমে কবর খুঁড়ে মৃতদেহ তোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আপত্তি জানিয়েছিলেন ওই গৃহবধূর মা। এরপর সবার সঙ্গে কথা বলার পরে ওই গৃহবধূর মৃতদেহ কবর থেকে তুলে আরজিকর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। কবর খোলার সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট বাগচী, তদন্তকারী অফিসার ডেপুটি পুলিশ সুপার ডি আই বি শিমুল সরকার এবং ওই গৃহবধূর পরিবারের পক্ষের আইনজীবী সহ অনেকেই।

{ads}
 

News Gang rape and murder a housewife R G Kar Hospital Khagra Danga Gangnapur Police Station Nadia West Bnegal India নদীয়া সংবাদ

Last Updated :