নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: সকাল থেকেই শুরু হয়েছে গঙ্গার ভাঙন। চোখের সামনে তলিয়ে যাচ্ছে এলাকার একটার পর একটা বাড়ি। বিধ্বস্ত এলাকার পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েছেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও মহেশপুর এলাকায়। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে গঙ্গার ভাঙন।
{link}
জানা যায়, নদীর ভাঙনের ফলে এরই মধ্যে তলিয়ে গিয়েছে ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি। চোখের সামনে উত্তাল জল গ্রাস করে চলেছে বিঘার পর বিঘা জমি। আচমকা শুরু হওয়া এই ভাঙনের কারণে বাড়িঘর ছেড়ে আশ্রয় স্থল খুঁজে বেড়াচ্ছে ওই সমস্ত গ্রামের বাসিন্দারা। এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে দ্রুত হাজির হতে দেখা গিয়েছে ব্লক প্রশাসনের আধিকারিকদের। পাশাপাশি সেখানে উপস্থিত হয়েছেন শাসক দলও বাম দলের স্থানীয় নেতারাও। এলাকায় ভাঙন প্রতিরোধে হাত লাগিয়েছেন ১১৫ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরাও। সেখানে আশ্রয়হীন পরিবারদের পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। যদিও গ্রামবাসীদের অভিযোগ- প্রশাসনের গাফিলতির কারণে আজ তাদের এই দুরবস্থা। কারণ- এই সমস্ত এলাকায় প্রতি বছরই বর্ষাতেই ভাঙনের কবলে পড়তে হয় গ্রামবাসীদের। নিজেদের এই সমস্যার কথা বারবার জানানো হলেও আগাম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন।
{link}
এই নিয়ে শাসক দলের কাছ থেকেও কোন উত্তর পাওয়া যায়নি। নিশ্চুপ প্রশাসন। সব কিছু জানার সত্বেও কেন আগে থেকে যথাযথ ব্যাবস্থা নেওয়া হল না সেই বিষয়েও উঠছে একাধিক প্রশ্ন। সব মিলিয়ে এই মুহুর্তে ওই এলাকায় চারিদিকে শোনা যাচ্ছে- গ্রামবাসীদের চিৎকার, হাহাকার আর আর্তনাদ। সকলের মুখে একটাই কথা, পরিবার নিয়ে কোথায় বসবাস করব? গ্রামবাসীদের কাতর আবেদন যত দ্রুত সম্ভব তাঁদের থাকার বাসস্থান করে দেওয়া হোক।
{ads}