header banner

যমজ নয় , একইসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নদীয়ার গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা , নদীয়া – একই সঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ার পর খুশির হাওয়া নদীয়ার বাবলা গ্রামের গোটা এলাকা জুড়ে।নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কদমপুর শেখ পরিবারে ঘর আলো করে এলো একসঙ্গে তিন সন্তান।

{link}

সুত্রের খবর , কদম পুরের বাসিন্দা সেলিম শেখ হলেন একজন পরিযায়ী শ্রমিক।পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে রাজ্যের বাইরে জনমজুরের কাজ করেন তিনি। বাইরে কাজ করে যা আর্থিক উপার্জন হয় তাই দিয়েই কোনরকমে সংসার চালান সেলিম বাবু। দিন পনেরো আগে তার স্ত্রী রোশেনা খাতুন কে গর্ভবতী অবস্থায় নদীয়ার কৃষ্ণনগররের সদর হাসপাতালে ভর্তি করা হয়।এরপর হাসপাতালে পরপর তিনটি সন্তানের জন্ম দেয় ওই গৃহবধূ, তার মধ্যে দুটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান।  পরিবারের অন্যান্য সদস্যরা জানান, ওই গৃহবধূর চিকিৎসা করাতে গিয়ে আগেই জানতে পারেন তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। আর্থিক অবস্থা খারাপ হওয়ার মধ্যেও তিন সন্তানের কথা শুনে তারা সকলেই খুব আনন্দিত হয়েছিলেন। পরিবারের এক সদস্য জানান , তিন সন্তানই বর্তমানে খুব ভাল আছে।

{link}

 আজকাল প্রায়শই খবর পাওয়া যায়  সদ্যজাত সন্তানকে  অনাথ আশ্রম কিংবা ডাস্টবিনে ফেলে রেখে চলে যায় অথবা গর্ভে থাকা অবস্থায় মেরে ফেলে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক সঙ্গে তিনটি সন্তান হওয়াতেও আনন্দিত সেলিম শেখের পরিবার।একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ার খবর পেয়ে শুধু পরিবারের সদস্যরাই নয় খুশির হাওয়া বইছে গোটা এলাকা জুড়ে।

{ads}

News Gives birth to three children Shantipur Nadia West Bengal India তিন সন্তানের জন্ম নদীয়া সংবাদ

Last Updated :