header banner

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, বিক্ষোভ পরিজনদের

article banner

নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ আবারও চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত কিশোরের নাম বুদ্ধদেব ঘোষ। নাবালকের মৃত্যুতে হাসপাতাল কর্মীদের ঘিরে বিক্ষোভ তার পরিজনদের।

{link} 

স্থানীয় সূত্রের খবর, বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত খুরুন গ্রামের বাসিন্দা বুদ্ধদেব অষ্টম শ্রেণীর পড়ুয়া ছিল। মঙ্গলবার রাতে তার পরিবারের লোকজন জ্বর ও খিঁচুনি নিয়ে তাকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। ভর্তি হওয়ার পর বুধবার ভোর বেলা নাগাদ ওই ছাত্র মারা যায়। ওই কিশোরেরর মৃত্যুর পরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি হাসপাতালের গাফিলতির পরিপ্রেক্ষিতে বিক্ষোভ দেখান তারা। রোগীর পরিজনদের অভিযোগ, গতকাল ওই ছাত্র ভর্তি হওয়ার পর কেবলমাত্র একবার চিকিৎসক এসেছিলেন রোগীকে দেখতে। এরপর তাকে দেখতে আর কেউ আসেননি।

{link}

তার পরিবারের আরও অভিযোগ, দীর্ঘক্ষন ধরে চিকিৎসার অভাবে ওই ভাবে পড়ে থাকার পর বুধবার ভোররাতে তার মৃত্যু হয়। বারংবার পরিস্থিতির অবনতি হওয়ার সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা অথবা ডাক্তার ডেকে চিকিৎসার ব্যবস্থা করেননি। এরই পরিপ্রেক্ষিতে হয় বিক্ষোভ। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

{ads}
 

News Government hospital is accused of killing the patient due to negligence of treatment Bolpur Super Speciality Hospital Birbhum West Bengal India বোলপুর বীরভূম সংবাদ

Last Updated :