header banner

রাজ্য জুড়ে প্লাস্টিক ব্যাবহারের ওপর নির্দেশিকা জারি, অমান্য করলে জরিমানা

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক রাজ্যে ব্যবহার করা যাবে না। জুন মাসেই সে কথা জানিয়েছিলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই মত ১লা জুলাই থেকে রাজ্যে প্লাস্টিক ব্যাবহারের উপর নির্দেশিকা জারি করেছে সরকার। রাজ্যের মোট ৯ হাজার ২৬টি প্লাস্টিক উৎপাদনকারী সংস্থাকে ইতিমধ্যেই এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে।

{link}

সরকারের নির্দেশিকা অনুযায়ী বোলপুর পৌরসভার পক্ষ থেকে বোলপুর বাজারের সমস্ত দোকানদার এবং ক্রেতাদের কেও সচেতন করা হয় যাতে কেউ ক্যারি ব্যাগের ব্যবহার না করেন। বেশ কিছু দোকানে ক্যারি প্যাকেট ছিল ৭৫ মাইক্রনের নিচে। সেই সমস্ত ক্যারি প্যাকেটগুলি বাজেয়াপ্ত করেছে বোলপুর পৌরসভা। প্রথম দিন থেকে ই নরম ভাবে বোঝাচ্ছে পৌরসভা। তবে আগামী দিনে যদি কেউ এই নির্দেশিকা না মানে সেক্ষেত্রে তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারে বলে জানাচ্ছে।

{link}

পৌরসভার এক কর্মী বলেন, প্লাস্টিকের প্যাকেট বা ক্যারি ব্যাগ কত মাইক্রন পুরু হবে তা নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ৭৫ মাইক্রনের ওপর প্লাস্টিক ব্যাবহার করলে বিক্রেতাকে ৫০০ টাকা এবং ক্রেতাকে ৫০ টাকা জরিমানা দিতে হবে। ক্রেতা বিক্রেতা সকলেই জানাচ্ছেন, উদ্যোগ ভালো কিন্তু কতদিন এই উদ্যোগকে টিকিয়ে রাখা যাবে সেটাই এখন সব থেকে বড় কথা। যদি রাখা যায় সে ক্ষেত্রে পরিবেশ বেঁচে যাবে।

{ads}

News Guidelines on the uses of plastics Below 75 microns Firhad Hakim Central Pollution Control Board Bolpur Birbhum West Bengal India বীরভূম সংবাদ

Last Updated :