header banner

শিবের আরাধনায় রামভক্ত হনুমান

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: গত সোমবার ছিল শ্রাবণ মাসের শেষ শনিবার। পুরাণ অনুযায়ী শ্রাবণ মাস ও সোমবার মহাদেবের খুব প্রিয়। আর তাই কথিত আছে এই সময়ে শিবের পুজো করলে তিনি খুব শ্রীঘই প্রসন্ন হয়ে ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। তবে এবার শ্রাবণ মাসের শেষ সোমবারে এক অন্য ছবির সাক্ষী থাকলো বাঁকুড়া শহর। শিবের সামনে মাথা নত করে বসে রয়েছে পবন পুত্র হনুমান।

{link}

শুশুনিয়ার পাহাড়ি ঝর্ণা থেকে জল নিয়ে এসে শ্রাবণ মাসের সোমবার গুলিতে বাঁকুড়া জেলার বিভিন্ন শিব মন্দিরে শিব ভক্তদের জল ঢালার প্রথা দীর্ঘদিনের। বাঁকুড়ায় গোবিন্দ নগর বাসস্ট্যাণ্ডের কাছে রয়েছে একটি কালী মন্দির। আর সেই নির্মীয়মান কালী মন্দিরের দেওয়ালে টাঙ্গানো রয়েছে দেবাদিদেব মহাদেবের বিশালাকার এক ছবি। আর এদিন সেই ছবির পাদতলে দীর্ঘক্ষণ বসে রইল একটি হনুমান। তার বসার ভঙ্গি হঠাৎ করে দেখলে মনে হবে যেন শিবের সামনে ধ্যানে মগ্ন তাঁর পরম এক ভক্ত। আর মাঝে মাঝেই সেই ছবিতে পরম ভক্তিভরে মাথা ঠেকাতেও দেখা গেছে। এই ছবিই এখন নেটিজেনদের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। সেই সব পোষ্টে লাইক, কমেন্টের বন্যা বইতে শুরু করেছে।

{link} 

শ্রাবণ মাসের শুরুতেই বিভিন্ন জায়গার শিব মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য নারী পুরুষ নির্বিশেষে বাবার আরাধনা করেন। এমনিতেই রামভক্ত হিসেবেই পরিচিতি রয়েছে পবন পুত্র হনুমানের। তবে কলিযুগে রামভক্ত হনুমানের শিব ভক্তির এমন পরিচয় এর আগে পাওয়া যায়নি।

{ads} 
 

News Lord Shiv Shushunia hill Gobinda nagar bus stand Bankura West Bengal India বাঁকুড়া সংবাদ

Last Updated :