header banner

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর ফেল করা ছাত্র ছাত্রীদের বিক্ষোভ নদীয়া সহ বিভিন্ন জেলার বিদ্যালয়ে

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া :- কলেজ পড়ুয়াদের পর এবার বিক্ষোভে নামল স্কুলের ছাত্রছাত্রীরা। উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করতে না পারায় স্কুলের সামনে বিক্ষোভ বীরনগর শিবকালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের। অন্যান্য বিষয়ে ভালো নম্বর পেলেও ইংরাজিতে ফেল করানো হয়েছে তাদের। তাই পুনরায় খাতা দেখানোর দাবীতে স্কুলের সামনেই পথ অবরোধ করলেন ছাত্রীরা। 

{link}

গত ১০ই জুন, প্রকাশিত হয়েছে ২০২২ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সামগ্রিকভাবে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৬. ৯৮ শতাংশ। দীর্ঘদিন বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকলেও প্রায় সকলেই ভালো নম্বর নিয়ে পাশ করেছে।কিন্তু কয়েকজন ছাত্রছাত্রীদের অভিযোগ তাদের খাতা দেখাই হয়নি। তারা অন্যান্য বিষয়ে লেটার মার্কস এর সমতুল্য নম্বর পেলেও ফেল করেছে ইংরেজিতে। তাদের আরও অভিযোগ ৬০ জন একই বিষয় ইংরেজিতে কিভাবে অকৃতকার্য হতে পারে। তাই তারা পুনরায় খাতা দেখানোর দাবী জানিয়েছে।তারা জানিয়েছে এই বিষয়ে স্কুলের শিক্ষকদের সাথে কথা বলতে গেলে শিক্ষকরা খারাপ ব্যাবহার করে তাদের তাড়িয়ে দেন। এরপরই তারা পথ অবরোধ শুরু করে। তাদের অভিভাবকরা বলেন, লকডাউনে পরিবার প্রধানের উপার্জন তলানীতে। তাই সন্তানদের গৃহশিক্ষক রাখা সম্ভব হয়নি।এমন অবস্থায় খুব বেশি ভালো ফলাফল করা সম্ভব নয়। কিন্তু একসঙ্গে ৬০ জন ছাত্রছাত্রী একই বিষয়ে কীভাবে ফেল করল, তা তারা বুঝে উঠতে পারছেন না।

{link}
 
সোমবার সকালে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীননগর থানার পুলিশ। পুলিশ এসে ছাত্রীদের সঙ্গে শিক্ষকদের সাথে কথা বলান। এ বিষয়ে শিক্ষকরা জানিয়েছেন, তাদের হাতে শুধুমাত্র কুড়ি নম্বর ছাড়া, বাকি সবই বোর্ডের এক্তিয়ার ভুক্ত। আগামী কুড়ি তারিখে মার্কশিট হাতে পাওয়ার পর শিক্ষা দপ্তরে বিদ্যালয়ের পক্ষ থেকে পুনরায় খাতা দেখার আবেদন জানানো হবে। বীরনগর শিবকালী উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি ধানতলা থানার অন্তর্গত ধর্মচন্দ্র হাই স্কুল, দক্ষিণ ২৪ পরগনা বারাসাত সারদামনী বালিকা বিদ্যালয় সহ ফুলিয়ারও একটি বিদ্যালয়ে এ ধরনের বিক্ষোভের কথা জানা যায়। ফেল করার পরও শিক্ষক শিক্ষিকাদের এরুপ দোষারোপ করে বিক্ষোভের ঘটনা এই প্রথমবার।

{ads}

News Higher Secondary Examination Students protest Birnagar Shivkali High School Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :