header banner

অবশেষে দীঘায় দেখা মিলল ইলিশের

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ  বর্ষার আগমন হয়ে গেলেও ইলিশের দেখা না মেলায় সমস্যায়  পড়েছিলেন মৎস্যজীবীরা। তবে অবশেষে দেখা মিলল ইলিশের। মঙ্গলবার ইলিশ মাছ ধরা পড়ল সৈকত নগরী দীঘার মৎস্যজীবীদের জালে। ইলিশের দেখা মেলায় বেজায় খুশি মৎস্যজীবীরা, সাথে ভোজন রসিক বাঙালিরাও। 

{link}
 
মঙ্গলবার সকালে দিঘার  মোহনা পূর্ব ভারতের সবথেকে বৃহত্তম মৎস্য আড়োরন উন্নয়ন কেন্দ্রে ১৪ টন ইলিশ বিক্রির জন্য নিয়ে আসেন মৎস্যজীবীরা৷ ইলিশ কিনতে হুড়োহুড়ি পড়ে যায় পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ীদের। বড় মাপের ইলিশগুলি ১২০০ টাকা থেকে ২০০০ টাকা দামে বিক্রি করা হয়েছে এবং একটু ছোট মাপের ইলিশ ৫০০ টাকা থেকে ৭৫০ টাকায় বিক্রি করা হয়েছে।পূবালী হাওয়া ও ঝিরিঝিরি বৃষ্টির জন্যই এই ইলিশ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। দীর্ঘদিন পর বাজারে ইলিশ দেখে হাসি ফুটেছে ব্যবসায়ী সহ ভোজন রসিক বাঙ্গালিদের মুখে। দিঘার মাছ ব্যাবসায়ী ধর্মেন্দ্র জানা বলেন, দীর্ঘদিন পর দেখা মিলল ইলিশের৷ এটি এই মরশুমের প্রথম ইলিশ।দীর্ঘদিন পর ইলিশের দেখা মেলায় সবাই ভীষণই খুশি।   

{link}

এদিন দিঘা অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে ইলিশের দেখা মিললো৷ ইলিশের সাইজও ভালোই ছিল।আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছে বলেই দেখা মিলেছে ইলিশের। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকলে আরও প্রচুর পরিমাণে ইলিশ উঠবে বলে তিনি আশাবাদী।
{ads}

News Digha East midnapore Hilsa fish সংবাদ পূর্ব মেদিনীপুর দীঘা

Last Updated :