নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ হাতেগোনা আর মাত্র দুদিন পরেই দোল উৎসব। সে কারণে বসন্ত উৎসবের প্রস্তুতিও তুঙ্গে। করোনার কারণে গত দুবছর রঙের উৎসবের চিত্র প্রায় পাল্টে গিয়েছিল। তবে চারাবাগান হরিসভা বারোয়ারির উদ্যোগে দোলের পুরানো চিত্র পুনরায় ফিরে এলো।হরিসভা বারোয়ারির উদ্যোগে চারাবাগান হাওড়া ডুমুরজলায় দোলের দুদিন আগেই শুরু হল বসন্ত উৎসব।
{link}
কোভিড পরিস্থিতিতে, করোনার ভয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ২০২২ সালে বসন্তকালের সেরা রঙের উৎসব হোলিতে মেতে উঠতে চলেছে আবালবৃদ্ধবনিতা। সকাল সকাল কচিকাচাদের নাচ ও গানের মাধ্যমে মেতে উঠল গোটা এলাকা। সেই খুশির উৎসবে ৮থেকে ৮০ প্রায় সকলেই শামিল হয়েছেন।গতবছর থেকেই চারাবাগান হরিসভা বারোয়ারির কিছু মহিলাদের উদ্যোগে শুরু হয়েছিল এই উৎসব। হোলির দুদিন আগে মূলত হরিসভা মন্দিরে নাম সংকীর্তন হওয়ার কারণেই তারা এই দিনটিকে বেছে নেন। এদিন সকালে প্রভাতফেরির মধ্যে দিয়ে বসন্ত উৎসবের সূচনা হয়।
{link}
দীর্ঘদিন পর পুরানো ছন্দে রঙের উৎসবে মেতে উঠতে পেরে আপ্লুত এলাকাবাসীরা। তাই সবকিছু ভুলে আট থেকে আশি প্রায় সকলেই সামিল বসন্ত উৎসবে। বাতাসে উড়ছে আবির,শুধুমাত্র গালে নয় মনেও লেগেছে বসন্তের ছোঁয়া। সবমিলিয়ে পুরানো ধাঁচে যেন দোলের আবিরে রাঙিয়ে রঙ ফিরছে সাধারণ মানুষের জীবনে।
{ads}