header banner

চাঁদা না দেওয়ায় ব্যাবসায়ীর বাড়িতে ভাংচুর,অভিযোগ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে

article banner

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ ক্লাবের দাবি মতো চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায়। যদিও ক্লাব কর্তৃপক্ষ চাদা চাওয়া অথবা হামলার কথা অস্বীকার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

{link}

স্থানীয় সূত্রের খবর, ঈদ উপলক্ষ্যে গতকাল রাতে জগৎবল্লভপুরের মুন্সিরহাটে স্থানীয় ক্লাবের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবার পর যখন সকলে খেতে যান ঠিক সেই সময় ক্লাবের কুড়ি পঁচিশ জন সদস্য হাতে লোহার রড, লাঠি এবং অস্ত্র নিয়ে স্থানীয় ব্যবসায়ী শেখ ইসমাইলের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। ওই বাড়ি লক্ষ্য করে বড় বড় ইঁট পাটকেল ছোঁড়ে তারা। বেশ কয়েকজন পাঁচিল টপকে ভেতরে ঢুকে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। আক্রান্ত শেখ ইসমাইল জানিয়েছেন, তার বাড়ি ভাংচুরের পাশাপাশি দুই থেকে তিনটি বাইক এবং সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়। এমনকি তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরার বন্দি হয়েছে। তার আরো অভিযোগ ক্লাবের দাবিমতো ১৫ হাজার টাকা চাঁদা না দেওয়ায় তাদের ওপর হামলা হয়েছে। ওই ব্যবসায়ী পরে জগৎবল্লভপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

{link}

বুধবার সকালে ওই ব্যাবসায়ী পরিবার লিখিতভাবে জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করে। তারা জানিয়েছেন, এই ঘটনার পর থেকেই গোটা পরিবার আতঙ্কে রয়েছে। এদিকে অভিযুক্ত ক্লাবের সেক্রেটারি দাবি করেন তারা কোন হামলা চালায়নি এবং ওই পরিবারের থেকেও কোন চাঁদা চাওয়া হয়নি। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পেছনে চাঁদার জুলুম নাকি পারিবারিক কোন গন্ডগোল আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

{ads}
 

News A businessman's house was vandalized by the club member Munsirhat Jagatballavpur Howrah West Bengal India জগৎবল্লভপুর হাওড়া সংবাদ

Last Updated :