header banner

দুঃস্থ বৃদ্ধের পাশে সৈকত নগরীর পুলিশ, মানবিকতার পরিচয়ে খুশি পর্যটক

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ মানবিকতার পরিচয় দিলেন সৈকত নগরীর দিঘা মোহনা থানার এক পুলিশ অফিসার। রাস্তা থেকে এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন দিঘা মোহনা থানার পুলিশ অফিসার প্রবীর সাহা। উদ্ধার করার পাশাপাশি তিনি ওই বৃদ্ধের পরিবারের সদস্যদেরও খবর পাঠান। 

{link}

পুলিশ সূত্রে জানা যায়,  দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের আলঙ্কারপুর বাসস্ট্যাণ্ড সংলগ্ন রাস্তার পাশে পড়েছিলেন এই বৃদ্ধ। যে কোনো সময়ে দুর্ঘটনার কবলে পড়তেন তিনি। খবর পেয়ে দিঘা মোহনা থানার ওসি অমিত দেবের নির্দেশ অনুযায়ী পুলিশ অফিসার প্রবীর সাহা ঘটনাস্থলে ছুটে যান। রাস্তার পাশে পড়ে থাকা ওই বৃদ্ধকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন তিনি। পাশাপাশি তার চিকিৎসা ও সব রকমের ব্যবস্থা করেন পুলিশ অফিসার প্রবীর সাহা। এরপর বৃদ্ধর পরিচয় উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর পাঠান। পুলিশ জানিয়েছে ওই বৃদ্ধর নাম বিনোদ বিহারী জানা (৭০)। তিনি পূর্ব মেদিনীপুর জেলায় এগরা থানার ছএী এলাকার বাসিন্দা। মোহনা থানার ওসি অমিত দেব ও পুলিশ অফিসার প্রবীর সাহার এই মানবিকতা দেখে প্রশংসায় পঞ্চমুখ বেড়াতে আসা পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। হয়তো পুলিশ এই মানবিক উদ্যোগ না দেখালে পথ দুর্ঘটনার কবলে পড়ে ওই বৃদ্ধ প্রাণ হারাতেন। পুলিশের কাছ থেকে খবর পেয়ে দিঘা হাসপাতালে রওনা দিয়েছেন বৃদ্ধের পরিবারের সদস্যরা এমনটাই সূত্রের খবর।  কিভাবে তিনি সেখানে পৌঁছালেন তা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, তার শারীরিক অসুস্থতা থাকার কারণে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়ে উঠেনি পুলিশ আধিকারিকের।

{link}

 পরিবারের সদস্যরা এলেই জিজ্ঞাসাবাদ চালাতে পারেন বলে দিঘা মোহনা থানা সূত্রে জানা গেছে। দিঘা মোহনা থানার ওসি অমিত দেব বলেন ঘটনার খবর পেয়ে জাতীয় সড়কের পাশ থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।সৈকত নগরীতে বেড়াতে আসা এক পর্যটক বলেন, পুলিশের এই মানবিকতা দেখে খুবই ভালো লাগলো। যেভাবে পুলিশ অফিসার নিজের হাতে ওই বৃদ্ধকে রাস্তা থেকে তুলে হাসপাতালে ভর্তি করলেন তার জন্য অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

{ads}
 

News Humanity Digha Police Station Rescued an old man East Medinipur West Bengal India দীঘা পূর্ব মেদিনীপুর সংবাদ

Last Updated :