header banner

তিনদিন পর ফিরল নিথর দেহ......

article banner


সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ পূর্ণিমার কোটালে রায়দিঘীর মনি নদীতে কাঁকড়া ধরতে গিয়ে স্ত্রীর চোখের সামনে জলের তোড়ে তলিয়ে গিয়েছিলেন স্বামী। টানা চিরুনি তল্লাশির প্রায় তিন দিন পর বুধবার মৃতদেহ উদ্ধার হল ওই ব্যাক্তির।

{link} 

সোমবার দুপুরে রায়দিঘি বিধানসভার কঙ্কনদিঘী মুন্ডা পাড়া এলাকার বাসিন্দা অসিত সর্দার তার স্ত্রী আদুরী সর্দার কে সঙ্গে নিয়ে মনি নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। মনি নদীর পাড়ে জোয়ারের সময় গর্তে হাত ঢুকিয়ে যখন তিনি কাঁকড়া ধরছিলেন তখন জলের প্রচন্ড স্রোতে তিনি নদীতে পড়ে যান। মাত্র ১০ থেকে ১২ ফুট উপরে তার স্ত্রী আদুরী দাঁড়িয়েছিলেন। চোখের সামনে স্বামীকে নদীতে পড়ে যেতে দেখে চিৎকার করতে থাকেন আদুরী। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তার। চোখের নিমেষে অদৃশ্য হয়ে যায় স্বামী অসিত সর্দার। এরপরেই আদুরীর চিৎকার শুনে লোকজন ছুটে আসে এবং শুরু হয় তল্লাশি। দুর্ঘটনার খবর যায় বিডিও অফিস, বনবিভাগের অফিস ও থানায়। রাতভর এলাকার মানুষ নৌকা নিয়ে তল্লাশি করার পরেও কোথাও খোঁজ মেলেনা তার।

{link}

এরপর ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সাত সকালেই ঘটনাস্থলে ছুটে আসেন জয়েন্ট বিডিও, থানার আইসি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এর দল। শুরু হয় আবার তল্লাশি। টানা তল্লাশি অভিযান চালানোর পর শেষমেষ বুধবার তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় স্বাভাবিক ভাবে শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবার সহ গোটা মুন্ডা পাড়ার আদিবাসী এলাকায়। আপাতত মৃতদেহটিকে ডায়মন্ডহারবার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

{ads}
 

News Husband drowned in front of his wife while catching crabs in river Body was recovered on wednesday Raidighi South 24 Pargana West Bengal India রায়দিঘি দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated : 3 years ago