header banner

কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু রায়দিঘির এক ব্যাক্তির

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে স্ত্রীর সামনে পূর্ণিমার কোটালের জোয়ারের তোড়ে নদীর জলে তলিয়ে গেলেন স্বামী। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মথুরাপুর দু'নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার দক্ষিণ কঙ্কনদিঘি মুন্ডা পাড়া এলাকায়। মুন্ডা পাড়াতে আদিবাসী সম্প্রদায়ের প্রায় শতাধিক মানুষের বাস।

{link}

আদিবাসী সম্প্রদায়ের জীবিকা অর্জনের মূল রাস্তাই হলো নদী থেকে মাছ ও কাঁকড়া ধরা। রুজি-রুটির টানে এলাকার প্রায় শতাধিক মহিলা এবং পুরুষ মনি নদীর চরে কাঁকড়া ধরতে যায়। স্থানীয় সূত্রে খবর, পূর্ণিমার জোয়ারে মনি নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন অসিত সর্দার(৩৬) ও তার স্ত্রী আদরি  সর্দার এবং অন্যান্য সঙ্গী-সাথীরা। অসিত মনি নদীতে কাঁকড়া ধরতে ব্যস্ত ছিলেন আর তার স্ত্রী আদরী  মাছ ও কাঁকড়া বাছাই করার কাজ করছিলেন। বেশ কিছু সময় পর যখন অন্যান্য সঙ্গী-সাথীরা নদী থেকে উঠে আসছিলেন ঠিক তখনই তার স্ত্রী লক্ষ্য করেন অসিত আর নদী থেকে চরে ওঠেনি। এরপরেই তার স্ত্রী খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং চিৎকার করে সঙ্গী মৎস্যজীবীদের জানান তার স্বামীর কথা।

{link}

সঙ্গে সঙ্গে বাকি মৎস্যজীবীরাও অসিতের খোঁজ  করতে শুরু করে দেয়। এরপরেই ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের দল। ঘটনাস্থলে এসে পৌঁছায় বিধায়ক অলোক জলদাতা, জয়েন্ট বিডিও পার্থ রায় ও রায়দিঘি থানার বিশাল পুলিশবাহিনী। নদীতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে চালানো হয়েছে তল্লাশি অভিযান। বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনও পর্যন্ত অসিতের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে খবর। পরিবারের একমাত্র রোজগেরে কে হারিয়ে কার্যত দিশাহারা সর্দার পরিবার।

{ads}
 

News Husband drowned in front of his wife while catching crabs in the river South Kankandighi Raidighi Mathurapur South 24 Pargana West Bengal India রায়দিঘি দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :