header banner

Malda News- গর্ভবতী স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, থানার দারস্থ গৃহবধূ

article banner

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ ৮ মাসের গর্ভবতী স্ত্রী কে মারধর করার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। তাই অত্যাচারের হাত থেকে প্রাণে বাঁচতে অবশেষে মঙ্গলবার রাতে নিজের বাবা, মায়ের কাছে আশ্রয় নিয়েছেন তিনি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুর থানার তুলসীহাট্টা গ্ৰামের বৈজনাথপুর এলাকায়। বুধবার দিন সকালে থানায় সম্পূর্ণ ঘটনা জানিয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা স্ত্রী লালবানূ বিবি।

{link}

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ৭ বছর আগে লালবানূর সাথে বিয়ে হয় ওই একই গ্ৰামের বাসিন্দা মোহাম্মদ সাহেরের। মেয়ের মা মাজেদা বিবির অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর শুরু হয়েছে শারীরিক অত্যাচার। গত দুই মাস ধরে তা চরম স্তরে পৌঁছেছে। এরই মধ্যে মঙ্গলবার রাতে তার মেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ঠিক সেই সময় তাকে তার স্বামী মারতে যান বলে অভিযোগ। ৮ মাসের গর্ভবতী ওই গৃহবধূ কোন রকমে পালিয়ে আসেন বাপের বাড়িতে। জানা যায়, ওই গৃহবধূ বাপের বাড়িতে চলে আসার পর থেকেই তার বাবা-মাকেও প্রানে মারার হুমকি দিচ্ছেন তার স্বামী। তাই তিনি এবং তার পরিবার বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন। এদিকে স্বামীর উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে গৃহবধূ বলেন, তার স্বামী কোন কাজ করেন না। শুধুই তাকে তার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলেন।

{link}

 তিনি আরও বলেন, তার এক ছেলে ও এক মেয়ে আছে। গৃহবধূর অভিযোগ, রাতে ঘুমন্ত অবস্থায় তাকে খুন করতে এসেছিলেন তার স্বামী। তাই তিনি বাপের বাড়িতে পালিয়ে এসেছেন। এখন ওর শ্বশুড় বাড়ির লোকেরা হুমকি দিচ্ছেন তার বাবা-মাকেও খুন করবেন। তাই স্বামী, শশুর, শাশুড়ি সহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এদিকে থানায় অভিযোগ দায়ের হতেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন লালবানূর স্বামী সহ শশুর বাড়ির সদস্যরা। গৃহবধূর উপর অত্যাচারের ঘটনা প্রসঙ্গে হরিশচন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ নথিভুক্ত হয়েছে। অভিযুক্তরা কেউ বাড়িতে নেই। সকলের খোঁজ চলছে।

{ads}
 

News Physical Abuse Torture House wife Harishchandrapur police station Tulshitala village Malda West Bengal India শারীরিক নির্যাতন মালদা সংবাদ

Last Updated :