header banner

সন্দেহের বশে লাঠি দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

article banner

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার চড়ক তলায়। মৃতের নাম মৌসুমী বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর পলাতক স্বামী বাবু বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশীদের দাবি, সন্দেহের বশে লাঠি দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে মৌসুমীকে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

{link}

সূত্রের খবর,মঙ্গলবার রাতে ওই ঘটনাটি ঘটে। প্রতিবেশীরা কিছুই টের পাননি। ঘরের বাইরে থেকে চাবি দেওয়া ছিল। সেই চাবি নিজের মায়ের কাছে রেখে চলে যান অভিযুক্ত ওই ব্যক্তি। প্রথমে বাকবিতণ্ডার আওয়াজ শুনেছিলেন প্রতিবেশীরা। পরে সব চুপ হয়ে যায়। সন্দেহ হওয়ায় তৎপর হন এলাকাবাসীরা। এরপর বাবু বন্দ্যোপাধ্যায়ের মায়ের কাছ থেকে চাবি নিয়ে দরজা খোলেন তারা। ঘরের ভিতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন মৌসুমী। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ। এক প্রতিবেশী জানিয়েছেন, অনেক দিন ধরেই সমস্যা ছিল স্বামী ও স্ত্রীর মধ্যে। তাদের সন্তানও রয়েছে। তারাও বাবা-মায়ের সমস্যার কথা জানতেন। প্রতিবেশীদের দাবি, মৌসুমী হাসি-খুশি মহিলা ছিলেন। তিন-চার বাড়িতে কাজ করতেন তিনি। সেখান থেকে ফিরে হাসিমুখে সামলাতেন বাড়ির সব কাজ। সবার সঙ্গে কথা বলতেন বলেই স্বামীর সন্দেহ ছিল তাঁর ওপর।

{link} 

প্রতিবেশী, আত্মীয়রা বাবুকে বারবার বোঝানোর পরেও কোনও লাভ হয়নি। আর এবার তারই জেরে এই খুন বলে মনে করছে পুলিশ। তবে এখন দেখার বিষয় কতদিন পরে এই খুনের কিনারা হয়। প্রশাসনের কাছে মৌসুমীর পরিবার এবং প্রতিবেশীদের দাবি অপরাধী যেন দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি পায়।

{ads}

News Husband was accused of killing his wife Sonarpur Police Station South 24 Pargana West Bengal India দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :