header banner

বীরভূমে রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ, আশ্বাস বিডিওর

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বেহাল রাস্তা, অথচ দশ বছর ধরে কোনো কাজই হইনি। বারংবার পঞ্চায়েতে জানিয়েও রাস্তা সংস্কার হয়নি। ফলে এই বর্ষার মরশুমে ভোগান্তিতে পড়তে হয় বেশ কয়েকটি গ্রামের মানুষদের। তাই সোমবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের বনহরি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুবরাজপুর থেকে বক্রেশ্বর যাওয়ার রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। 

{link}

উল্লেখ্য, দুবরাজপুর ব্লকের বনহরি থেকে বেলবুনী গ্ৰাম পর্যন্ত প্রায় চার-পাঁচটি গ্ৰামের সংযোগকারী একমাত্র রাস্তা একেবারে বেহাল অবস্থায় রয়েছে বিগত দশ বছর ধরে। বর্ষার  মরসুমে সেই রাস্তার অবস্থা আরও খারাপ। গ্রামবাসীদের অভিযোগ, বর্ষার সময় রাস্তা না পুকুর বোঝা দায়। এমনকী এই কয়েকটি গ্রামে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে চায় না। দুবরাজপুর পঞ্চায়েত অফিস থেকে ব্লক অফিস এমনকি জেলা শাসকের দপ্তরেও বারংবার এই বিষয়ে জানানো হয়েছে। দেওয়া হয়েছে স্মারকলিপি। তবুও হেলদোল নেই কারোর। তাই অবশেষে রাস্তা সংস্কারের দাবি নিয়ে সোমবার সকাল ৯ টা থেকে প্রায় পাঁচ ছয়টি গ্ৰামের বাসিন্দারা  পথ অবরোধ করেন। এই অবরোধে আটকে পড়ে স্কুল পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা থেকে সাধারণ মানুষ। গ্ৰামবাসীরা বলেন, তাঁরা পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিস, জেলা শাসকের দপ্তরেও এই বিষয়ে জানিয়েছেন। ডেপুটেশনও দিয়েছেন। কিন্তু তাও কোনো সুরাহা হয়নি। প্রায় দু'ঘন্টা অবরোধের পর ঘটনাস্থলে আসেন দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন। কিন্তু এলাকাবাসীদের দাবি, তিনি নিজে হেঁটে রাস্তার অবস্থা দেখে তারপর সিদ্ধান্ত নেবেন।

{link}

এলাকাবাসীদের দাবি মত ব্লক আধিকারিক প্রায় চারশো মিটার রাস্তা হেঁটে পর্যবেক্ষণ করেন।  তারপর গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়। এই বিষয়ে ব্লক আধিকারিক জানান, এই রাস্তা সংস্কারের দরকার আছে। পরিকল্পনা হিসাবে এই রাস্তা ধরাও আছে। কিন্তু জঙ্গলমহল অ্যাকশান প্ল্যান এই মুহূর্তে বন্ধ আছে বা এখন হচ্ছে না। ফলে এই রাস্তা জেলা পরিষদ করতে পারছে না। কিন্তু জেলা প্রশাসনকে এই রাস্তা সম্পর্কে ডিপিআর তৈরি করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে রাস্তা করে দেওয়া যাবে না। তবে গর্তগুলো যাতে বুজিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করে দেওয়া হবে। তাছাড়াও প্রশাসনের নজরে আনার জন্য গ্ৰামবাসীরা যে পথ অবরোধ করেছিলেন, এতে সাধারণ মানুষেরও অসুবিধা হয়েছে সেটাও তাঁদের বুঝতে হবে। 

{ads}
 

News Protest Road blocked Dubrajpur Birbhum West Bengal India বীরভূম সংবাদ

Last Updated :