header banner

অফ-সিজনে নেওড়া ভ্যালিতে বাঘের আগমন

article banner


নিজস্ব সংবাদদাতা, কালিম্পং- কিছু বছর আগে নেওড়া ভ্যালিতে বন দপ্তরের ট্রাপ ক্যামেরায় ধরা পড়েছিল বাঘের ছবি। তাপমাত্রা কমে যাওয়ার কারণে নেওড়া ভ্যালিতে বাঘের আগমন ঘটেছে এমনটাই জানিয়েছিলেন পরিবেশবিদরা। তবে এখন ভরা বর্ষা কালিম্পং এ। বর্ষার মধ্যেও বনদপ্তর এর ট্রাপ ক্যামেরায় ধরা পরল বাঘের ছবি।

{link} 

এই প্রসঙ্গে বনদপ্তরের বিবৃতি, নেওড়া ভ্যালি বাঘের বসবাসের যোগ্য হয়ে উঠেছে। সেই কারণে ভরা বর্ষায় বাঘের আগমন ঘটেছে সেখানে। শীতকালে বারে বারে বাঘের আগমন ঘটে নেওড়া ভ্যালি তে। তবে বর্ষায় এই প্রথমবার নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে বাঘের আগমন ঘটলো। বনদপ্তর সূত্রের খবর, এর আগে হাড় হিম করা ঠান্ডা থেকে বাঁচতে সিকিম ভুটান থেকে বাঘেরা নেমে এসেছিল নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে। কিন্তু এইবার সব হিসেব উল্টে বর্ষার মরসুমে বাঘের আগমন কার্যত অবাক করার মত ব্যাপার।

{link}

পরিপূর্ণ খাদ্য ভান্ডার ও বসবাসের উপযুক্ত পরিবেশের কারণেই হয়তো অফ-সিজনে বাঘের আগমন এমনটাই মনে করছেন বনদপ্তর আধিকারিকরা। বনদপ্তর থেকে প্রাথমিক ধারণা করা হচ্ছে ছবিটি একটি পুরুষ বাঘের। তাদের আরও অনুমান, আশে পাশেই রয়েছে মেয়ে বাঘ। ছবিগুলি একই বাঘের না একাধিক বাঘের সেই বিষয় নিশ্চিত করার জন্য আরো কিছু ক্যামেরা পরীক্ষা করা হচ্ছে বলে বনদপ্তর সূত্রের খবর।

{ads}
 

News In the raiy season a picture of a tiger was caught on the trap camera of the forest department Kalimpong Neora valley West Bengal India কালিম্পং সংবাদ

Last Updated :