header banner

দ্বীপ এলাকার বাসিন্দাদের সুবিধার্থে ডায়ালিসিস কেন্দ্রের উদ্বোধন বারুইপুর হাসপাতালে

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা:  রাজ্যের প্রতিটি মানুষ প্রতিটি কোনায় কোনায় যাতে সরকারি সাহায্য পায় সে নিয়ে সদা চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসা ও স্বাস্থ্যতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ নজর দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকার বাসিন্দাদের উপর। দ্বীপ এলাকার মানুষদের চিকিৎসার সুবিধার্থে মঙ্গলবার বারুইপুর মহকুমা হাসপাতালে মোট ১০টি ডায়ালিসিস মেশিন সহ ১০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করা হল। 

{link}

 সুন্দরবনের মানুষের হাতে চিকিৎসা পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বারুইপুর  মহকুমা হাসপাতালে মুকুটে যুক্ত হল নতুন একটি পালক। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন  করেন বিধায়ক বিমান ব্যানার্জি। আগে বারুইপুর  মহকুমার হাসপাতালে  ৫ টি ডায়ালিসিস সেন্টার ছিল কিন্তু সুন্দরবনের যে পরিমানে রোগীর চাপ ক্রমাগত বাড়ছে তাতে হিমশিম খেতে হচ্ছিল বারুইপুর মহকুমার হাসপাতালে চিকিৎসকদের। কার্যত সুন্দরবনের দ্বীপ এলাকার মানুষদের অত্যাধুনিক হাসপাতাল বলতেই বারুইপুর মহাকুমা হাসপাতাল। ক্রমাগত জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডায়ালিসিস করাতে রোগী ও রোগীর আত্মীয়রা ছুটে আসেন বারুইপুর  মহকুমা হাসপাতালে। ক্রমাগত বেড়েই চলেছিল রোগীদের চাপ। এবার রোগীদের চাপ কমাতে বারুইপুর  মহকুমা হাসপাতালে  আরও ৫ টি নতুন ডায়ালিসিস মেশিনসহ সজ্জার ব্যবস্থা করল জেলা স্বাস্থ্য দপ্তর। এর ফলে চিকিৎসকদের চাপ যেমন কমবে তেমনি দ্রুত চিকিৎসা পরিষেবা পাবে রোগী ও রোগীর আত্মীয়রা।

{ads}

News Baruipur Mahakuma Hospital South 24 Parganas West Bengal India দক্ষিন ২৪ পরগনা সংবাদ

Last Updated :