header banner

বর্জ্য প্লাস্টিক মিশ্রিত পিচ রাস্তার উদ্বোধন পূর্ব বর্ধমানে

article banner

নিজস্ব সংবাদদাতা, পুর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় সর্বপ্রথম নির্মিত হল বর্জ্য প্লাস্টিক মিশ্রিত পিচ রাস্তা। আই এস জি পি পি প্রকল্প ও ব্লক প্রশাসনের সহায়তায় পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বোহার দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে জানকী দোকান থেকে শক্তি সিংহ রায়ের বাড়ি পর্যন্ত প্রায় ৭৪০ মিটার দৈর্ঘ্য রাস্তা তৈরি করা হয়। বুধবার মেমারি দু'নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাজি ও পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান রেভানা ইয়াসমিন ফলক ও পিচরাস্তার ফিতে কেটে রাস্তাটি উদ্বোধন করেন।  

{link}

সূত্রের খবর, ২০২১-২২ পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে ২২,৬৪,২০২,০০ টাকা ব্যয় করে রাস্তাটি নির্মান করা হয়েছে। এই রাস্তাটি থেকে প্রায় ১,৪০০ জন ছাত্র-ছাত্রী  এবং ২৬০টি পরিবার উপকৃত হবে বলে জানা যায়। এদিন একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু ও সহ-সভাপতি অমর সাহা মঞ্চে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের  সূচনা করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু'নম্বর ব্লকসমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাজি, পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু সহ-সভাপতি অমর সাহা, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ এমদাদ আলী খাঁন, বিজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ঝর্ণা রায়, বোহার দু'নম্বর গ্রাম পঞ্চায়েতে ভারপ্রাপ্ত প্রধান রেভানা ইয়াসমিন,বোহার হাই স্কুলের প্রধান শিক্ষক অরুন মন্ডল, বিশিষ্ট সমাজসেবী সেখ ইউসুফ, শেখ সিরাজুল সহ পঞ্চায়েতের সকল সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
{ads}

News East Burdwan West Bengal India পুর্ব বর্ধমান সংবাদ

Last Updated :