header banner

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে দক্ষিণ ২৪ পরগনায় শাসকদলের অভিনব প্রতিবাদ মিছিল

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা :- বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির সাথে সাথে জ্বালানীর দামও আকাশছোঁয়া। মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের প্রায় নাভিশ্বাস ওঠার অবস্থা। তাই পেট্রোল-ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার অভিনব প্রতিবাদ মিছিল করল তৃণমূল।

{link}

রবিবার দক্ষিণ ২৪ পরগনার পিয়ালী বাঁশড়া অঞ্চলে ভ্যানের উপর রান্নার গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে শাসক দলের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হয় এই প্রতিবাদ মিছিল। রবিবার এই মিছিলে উপস্থিত ছিলেন বাঁশড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই এই প্রতিবাদ মিছিল করা হয় বলে বিক্ষোভকারীরা জানান।

{link}

বিক্ষোভকারীদের দাবি কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধেই এই মিছিল। পাশাপাশি তাদের আরও দাবি, অবিলম্বে পেট্রোল-ডিজেল সহ রান্নার গ্যাসের দাম কমাতে হবে। নয়ত ভবিষ্যতে তারা এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবে। এর আগেও শাসকদলের নেতৃত্বরা জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন। বাদ যায়নি বিরোধী দল সিপিআইএমও। কিন্তু তাসত্ত্বেও কমেনি মূল্য। এখন দেখার বিষয়, মধ্যবিত্ত এবং সাধারন মানুষের কথা ভেবে কতদিনে কমে জ্বালানীর দাম।

{ads}   
 

News Increase in the prices of various products and fuel also Trinamul staged a fancy protest procession TMC Banshra South 24 Pargana West Bengal India দক্ষিন ২৪ পরগনা সংবাদ

Last Updated :