নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। সকল সেবিকাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানাতে নির্দিষ্ট করা হয়েছে দিনটি। আজকের দিনেই জন্ম হয়েছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের। তাঁর জন্মদিনকেই নির্দিষ্ট করা হয়েছে নার্সিং দিবস হিসেবে।তিনি ছিলেন আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা।
{link}
জানা যায়, ১৯৬৫ সালে প্রথম আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। এই দিন সমাজ সংস্কারক, পরিসংখ্যানবিদ এবং আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতারও জন্মদিন। আজকের এই বিশেষ দিনটি পালিত হল হাওড়া কদমতলার ডিডি কেয়ার এন্ড কিওর নার্সিং হোমেও। এই বিশেষ দিনটিতেও সেবার মধ্যে দিয়েই কাটাচ্ছেন তারা। সকল সেবিকারা ফ্লোরেন্স নাইটিংগেল, মাদারটেরেজা থেকে শুরু করে দেশে বিদেশের নানা সেবিকাদের শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আরো একবার।
{link}
শপথ নিলেন আরো দায়িত্বপালনের। তারা জানিয়েছেন, রোগমুক্ত জীবন দানকারী এই পরিষেবায় তারা নিজেকে নিয়োজিত করতে পেরে গর্বিত। রোগী সুস্থ হওয়ার পর মুখের হাসি, এবং সামান্য সহযোগিতাতেই তারা খুশি। সকলের সুস্বাস্থ্য এবং সহযোগিতা কামনা করেই তারা আজকের এই বিশেষ দিনটি উদযাপিত করলেন।
{ads}