নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ পুত্র সন্তান হলেই দিতে হবে ৫০০ টাকা। কন্যা সন্তান হলে দিতে হবে ৩০০ টাকা। সোমবার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করল কয়েকটি সদ্যোজাত শিশুর পরিবার।
{link}
অভিযোগ, কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের তৃতীয় তলের লেবার রুমের কয়েকজন ওয়ার্ড গার্লরা সন্তান প্রসবের পর রোগীর পরিবারের কাছ থেকে এমনভাবেই টাকা নিচ্ছেন। তাই তাদের দাবি মতো টাকা দিতে বাধ্য সদ্যজাতের পরিবাররা। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের আশ্বাস, লিখিত অভিযোগ পেলে অবশ্যই কড়া ব্যাবস্থা নেওয়া হবে। হাসপাতালে আসা গরিব ও দুঃস্থ রোগীর পরিবারের অভিযোগ, কন্যা সন্তান প্রসব করলে ৩০০ এবং পুত্র সন্তান প্রসব করলেন ৫০০ টাকা দেওয়ার ফতোয়া জারি করেছেন কয়েকজন ওয়ার্ড গার্ল। তাদের আরও অভিযোগ, কিছু কম পয়সা দিলে তারা জোরাজুরি করছেন।
{link}
কিন্তু সরকারি হাসপাতালে কেন সন্তান প্রসবের পর টাকা নেওয়া হবে?এই প্রশ্নের উত্তরে কালনা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুব্রত সামন্ত জানান, তিনি এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। এখনও পর্যন্ত কোনো রোগীর পরিবার এই বিষয়ে কোন লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলেই কড়া ব্যাবস্থা নেওয়া হবে।
{ads}