header banner

তোলা তুলে না দেওয়ায় অনুব্রত জেল খাটিয়েছিলেন, অভিযোগ অঞ্চল সভাপতির

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: গ্রেফতার হওয়ার পর যত দিন এগোচ্ছে ততই বাড়ছে তাঁর বিরুদ্ধে অভিযোগের বোঝা। বোলপুর মহকুমার অন্তর্গত রূপপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন কাজী নুরুল হুদা। তবে এই নেতাকেই নাকি বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল জেল খাটিয়েছিলেন বলে অভিযোগ। ওই নেতা অনুব্রত মণ্ডলের জন্য তোলা আদায় করে না দেওয়ার পরিপ্রেক্ষিতেই এই জেল খাটানো হয় বলে বিস্ফোরক অভিযোগ করেছেন খোদ কাজী নুরুল হুদা।

{link}

অঞ্চল সভাপতির অভিযোগ, একদিন বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডল তাঁকে বলেছিলেন, পঞ্চায়েতে যে কাজ হচ্ছে সেই কাজের ১৩ শতাংশ টাকা সরিয়ে চার শতাংশ পার্টি অফিসে, ৬% পঞ্চায়েত সদস্যদের এবং বাকি তিন শতাংশ নিজে রাখার জন্য। কিন্তু এই প্রস্তাবে তিনি রাজি হননি এবং তিনি অনুব্রত মণ্ডলের থেকে বারবার এইভাবে চাপ পাওয়ার পরিপ্রেক্ষিতে অঞ্চল সভাপতি পদ ছেড়ে দেন। অঞ্চল সভাপতির পদ ছেড়ে দেওয়ার কয়েক দিনের মধ্যেই তার বাড়িতে বিশাল পুলিশ পাঠানো হয় এবং তাঁকে ও তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয় মাদক সংক্রান্ত।

{link}

এই ঘটনায় এক বছর তাঁরা দুজনে জেল খাটেন বলে জানিয়েছেন। তবে জেল থেকে বেরিয়ে আসার পরেও বর্তমানে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তিনি। এই কাজী নুরুল হুদাই দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মী হিসেবে এলাকায় পরিচিত। প্রথম দিকে তিনি কংগ্রেস করতেন এবং পরে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর দীর্ঘদিন ধরেই তিনি এলাকার অঞ্চল সভাপতি ছিলেন। তবে তাঁর বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তদন্তকারী সংস্থা এবং প্রশাসন কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।

{ads}

News Birbhum West Bengal India বীরভূম সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article