header banner

পরিচারিকা খুঁজতে এসে অপহৃত উত্তরবঙ্গের বাসিন্দা

article banner

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা :- উত্তরবঙ্গের বাসিন্দা রাজীব চৌধুরী ব্যারাকপুরে থাকছিলেন বেশ কিছুদিন ধরে। কর্মসূত্রে কলকাতাতেও আসেন। কিছুদিন ধরে একজন পরিচারিকার খোঁজ করছিলেন তিনি। তারপর হঠাৎই অচেনা নম্বর থেকে ফোনে আলাপ হয় এক মহিলার সঙ্গে। তিনি বাড়িতে কাজ করার জন্য রাজি হন। এরপর তাকে বাড়িতেও ডাকেন তিনি। এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু তারপরেই ঘটল বিপদ।

{link}

পরিচারিকা টোপ দিয়ে রাজীব বাবুকে নিয়ে আসেন মথুরাপুরে। গত মঙ্গলবার রাজীববাবু ট্রেনে চেপে  মথুরাপুর স্টেশনে নামেন । সেখান  থেকে দুজন অপরিচিত ব্যাক্তি বাইকে করে একটি অচেনা জায়গায় বাড়ির মধ্যে নিয়ে গিয়ে সেখানে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। আরো অভিযোগ, তার মুক্তিপন হিসাবে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। পরিবারের লোকজনের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করেন রাজীব বাবু। এর পরই পরিবারের লোকজন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ফোন নম্বর ট্রেস করে কুলতলির ১৩ নম্বর রাধাবল্লবপুর  এলাকায় পুলিশ তার খোঁজ পায়। বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপারের নির্দেশে কুলতলী থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিজেই পুলিশের একটি টিম নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। এই অপহরণের ঘটনায় দুজনকে গ্রেফতারও করে পুলিশ। ধৃতদের নাম জাহাঙ্গীর বৈদ্য ও সাদ্দাম খান।

{link}

 ধৃতদের বারইপুর আদালতে তোলা হয়েছে। অভিযুক্তদের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আবেদন জানিয়েছে। মোবাইলের নম্বর ধরে ওই মহিলারও খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান পরিচারিকা হিসাবে কাজ করার নামে অপহরণ করে মুক্তিপণ দাবি করে এই চক্র। এর সঙ্গে এই চক্রের পিছনে আর কারা কারা জড়িত রয়েছে তাদের খোঁজেও ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।

{ads}

News Kidnap Rajiv Chowdhury North Bengal Barrackpore Baruipur Kultali Police Station West Bengal India ব্যারাকপুর সংবাদ

Last Updated :