header banner

হুগলী নদীতে ধ্বসের কারনে বিচ্ছিন্ন ডায়মন্ড হারবারে সাথে কুল্পির যোগাযোগ

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা: আবারও নদী ভাঙ্গনে আতঙ্কিত এলাকাবাসী। শুক্রবার সকালে কুল্পির রামকিশোর অঞ্চলে ডায়মন্ড হারবার হুগলী নদীর তীরে হাড়াঁ সুলতানপুরে কাছে গায়েন পাড়াতে নদী বাঁধ সংলগ্ন রাস্তায় ভাঙ্গন দেখা যায়। হুগলি নদীতে প্রায় ১০০ মিটারের মতো নদী বাঁধ ভেঙ্গে গিয়েছে। ধ্বসের ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আতঙ্ক জড়িয়ে ধরেছে স্থানীয় মানুষদের। ধ্বসের কারনে ডায়মন্ড হারবারে সাথে কুল্পির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বেশ কয়েক বছর আগে ওই জায়গায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল এলাকা। গ্রামের মধ্যে প্রবেশ করেছিল নদীর জল। যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ ও রাস্তা নির্মাণ করে রাজ্যের সেচ ও পূর্ত দপ্তর। কিন্তু সেই রাস্তা রক্ষণাবেক্ষণের কারনে বেহাল দশা হয়ে পড়েছিল। শুক্রবার  সকালের ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদের মধ্যে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে প্রশাসনের অধিকারীকেরা। যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ ও রাস্তা সংস্কারের কাজ চালানো হচ্ছে। প্রশাসন তৎপর হয়ে উঠে পরিস্থিতি সামাল দিতে সচেষ্ট হওয়ায় কিছুটা হলেও চিন্তামুক্ত হয়েছে গ্রামের মানুষ। 
{ads}

news< Hooghly river collapse Diamond Harbour Kulpi South 24 Paragana সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article