header banner

শিলিগুড়ির পর এবার গাছের মগডালে চিতাবাঘের দেখা মিলল জলপাইগুড়িতেও

article banner

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ আবারও উত্তরবঙ্গে চিতাবাঘের দাপট। শিলিগুড়ির পর এবার গাছের ডালে চিতাবাঘের দেখা মিলল জলপাইগুড়িতেও। সকাল বেলায় গাছের ডালে দুলছে চিতা বাঘ যা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। খবর ছড়াতেই স্থানীয় বাসিন্দারা উৎসাহিত হয়ে এলাকায় ভিড় জমাতে শুরু করে।

{link} 

স্থানীয় সূত্রের খবর,শুক্রবার সকাল হতেই জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের একটি বড় গাছের ওপরে এলাকার কিছু বাসিন্দারা দেখতে পান চিতা বাঘটিকে।এর পরেই ভিড় জমে যায় এলাকায়। যদিও চিতাবাঘটি নিজেকে গাছের পাতা দিয়ে আড়াল করে রেখেছে জনগণের কৌতুহলী চোখ থেকে। খবর পেয়েই বন দপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছে গাছের ডালে থাকা চিতা বাঘটিকে আটক করার প্রস্তুতি শুরু করেছে বলে বন দপ্তর সূত্রের খবর। ইতিমধ্যেই পুলিশের তৎপরতায় তড়িঘড়ি এলাকা ফাঁকা করার কাজ শুরু করা হয়। ভীড় দেখে স্বভাবতই চিতাবাঘটিও রীতিমতো আতঙ্কিত।

{link}

 বেশকিছুদিন ধরেই উত্তরবঙ্গের লোকালয়ে বন্যপ্রাণীদের দাপট ক্রমশ বেড়েই চলেছে। কখনও হাতি,কখনও ভাল্লুক আবার কখনও চিতাবাঘের দাপাদাপি দেখা যাচ্ছে লোকালয়ের অভ্যন্তরে। যার ফলে স্থানীয় মানুষদের মধ্যে বাড়ছে আতঙ্ক। তবে কীভাবে বন্যপ্রাণীরা জঙ্গল ছেড়ে লোকালয়ে আসছে সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, শীঘ্রই বাঘটিকে বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেবে।

{ads}

News Leopard dominance Forest Department Jalpaiguri Siliguri North Bengal India চিতাবাঘ উত্তরবঙ্গ সংবাদ

Last Updated :