header banner

দীঘার সমুদ্র সৈকতে জীবন্ত ডলফিন, ছবি তুলতে ভিড় পর্যটকদের

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: আবারও দিঘার সমুদ্রে দেখা মিললো ডলফিনের। এবার মৃত নয় জীবন্ত অবস্থায় দৌড়ঝাঁপ। রবিবার দুপুরে ওল্ড দিঘার ২ নং ঘাটের কাছে ডলফিনের ছোটাছুটির দৃশ্য দেখে বেজায় খুশি পর্যটকেরা। খবর চাউর হতেই ডলফিন দেখার জন্য সমুদ্র সৈকতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা সহ পর্যটকেরা। 

{link}

রবিবার দুপুরবেলা সমুদ্রে জোয়ার চলছিল। সেই সময়ই ডলফিনটিকে সমুদ্রের পারে উঠে আসতে দেখা যায়। ঢেউয়ের তোড়ে সমুদ্রের পারে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে ডলফিনটির লেজের কাছ থেকে রক্ত বেরোতে শুরু করে। ডলফিন দেখার জন্য হইচই পড়ে যায় পরযটকদের। কেউ কেউ তো সমুদ্র স্নান ছেড়ে ছুটে আসেন। ডলফিনটির ছবি তোলার জন্য পর্যটকরা ঘিরে ধরেন ডলফিনটিকে। সমুদ্র সৈকতে জীবন্ত ডলফিন ওঠার খবর চাউর হতেই ছুটে আসেন স্থানীয়রাও। পর্যটকদের ভিড় আর লেজের আঘাতে ডলফিনটির অবস্থা খারাপ হতে দেখে কয়েকজন পর্যটক ডলফিনটিকে গভীর সমুদ্রে ছেড়ে দেন। তারপর আর ওই ডলফিনের দেখা পাওয়া যায়নি। 

{link}

সমুদ্রে ডলফিনের বিচরণ অবশ্য নতুন কিছু নয়। এর আগেও  দিঘা এবং মন্দারমণির এলাকায় এভাবে ডলফিনকে সমুদ্র উপকূলের কাছাকাছি চলে আসতে দেখা গিয়েছিল। সমুদ্র পারে ডলফিনের দেখা মেলায় পর্যটকেরা খুশি হলেও এ বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা।
{ads}

News Digha East Medinipur Old digha sea beach West Bengal India সংবাদ পুর্ব মেদিনীপুর

Last Updated :