header banner

আবাস যোজনার টাকার দুর্নীতির অভিযোগ, নদীয়ায় পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীর

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ আবাস যোজনার টাকার দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখাল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছে পুরনো কাউন্সিলর। এমনকি এখনো সেই ঘরের টাকা নিয়ে চলছে দালালি এমনটাই অভিযোগ কাউন্সিলারের বিরুদ্ধে।

{link}

 তাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার শান্তিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দারা শান্তিপুর পৌরসভার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন আগে সরকারি আবাস যোজনার ঘর পেলেও টাকার অভাবে সে ঘর সম্পূর্ণ করতে পারেননি তারা। ফলে বহুদিন ধরে ঘর তৈরি শুরু হলেও তা সম্পূর্ণ না হয়েই পড়ে রয়েছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর মাধব সরকার অ্যাকাউন্ট বই নিয়ে এবং সই করিয়ে নিয়ে সব টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকার কারণেই এই সমস্যা বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।

{link}

 কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে আবাস যোজনার প্রাপকদের টাকা অ্যাকাউন্ট থেকে অন্যরা তুলে নিতে পারেন? এই অভিযোগ নিয়ে তারা শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসকের কাছে একটি লিখিত ডেপুটেশন দিতে আসেন। যদিও এদিন পৌরপতি পৌরসভায় না থাকার কারণে তার কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

{ads}
 

News Locals surrounded the municipality and the staged a protest alleging corruption in the housing scheme Shantipur Municipality Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :