header banner

জগন্নাথ দেবের স্নানযাত্রায় মেতে উঠল নদীয়ার রাজাপুর গ্রাম

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার পুন্য তিথির আনন্দ উৎসব উপলক্ষে নদীয়ার মায়াপুরের রাজাপুর গ্রাম হয়ে উঠল সম্প্রীতির মহা মিলন ক্ষেত্র। আজ সারাদিনই সেখানে চলবে নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান। বহু দুরদুরান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমাচ্ছেন রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে।গোটা রাজাপুর গ্রাম মেতে উঠেছে জগন্নাথ দেবের  স্নান যাত্রা উৎসবে।

{link} 

প্রতি বছরের মতো  এবছরও স্থানীয় মানুষজন সহ দুরদুরান্ত থেকে আগত ভক্তরা ভিড় জমিয়েছেন মায়াপুর ইসকন পরিচালিত  রাজাপুর মন্দিরে।স্নান যাত্রা উৎসব উপলক্ষ্যে সেজে উঠেছে রাজাপুর গ্রামের জগন্নাথ দেবের মন্দির। চলছে আচার অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা। কথিত আছে, স্নানযাত্রার পর জগন্নাথ দেবের  জ্বর হয় এবং তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান। এরপর রথযাত্রার দিন ফের তাকে রথে করে আদি গ্রাম রাজাপুর থেকে মাসির বাড়ি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে নিয়ে আসা হয়।আবার উল্টো রথের দিন জগন্নাথ দেবকে রাজাপুর মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

{link}

হাতেগোনা আর কয়েক দিন বাদেই রথ যাত্রা। মূলত স্নানযাত্রার দিন থেকেই শুরু হয় রথযাত্রার প্রস্তুতি।স্নানযাত্রার পর ১৫ দিন থাকে বিশ্রাম পর্ব। একেবারে রথযাত্রার দিন দর্শন মেলে জগন্নাথের।

{ads}

News Lord Jagannath's bathing procession Rajapur Mayapur Nadia West Bengal India স্নানযাত্রা নদীয়া সংবাদ

Last Updated :