header banner

নিয়ম না মানায় এম বি লায়ন্স হাসপাতালে তালা, অভিযোগ হাসপাতাল বোর্ড কমিটির বিরুদ্ধে

article banner

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমানঃ হাসপাতালে তালা মেরে চিকিৎসক ও নার্সদের আটকে রাখার অভিযোগ উঠল হাসপাতালের বোর্ড কমিটির বিরুদ্ধে। যার ফলে চিকিৎসা করাতে আসা রোগী ও আত্মীয়-স্বজনরা ফিরে গেলেন বিনা চিকিৎসায়। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার নন্ডি রোডে অবস্থিত এম বি লায়ন্স হাসপাতালে। বুধবার বোর্ডের সদস্যরা হাসপাতালে তালা ঝুলিয়ে দেওয়ায় চিকিৎসক সহ প্রায় ১৫ জন নার্স ও স্টাফ হাসপাতালের ভিতরে আটকে পড়েন। 

{link}

এ বিষয়ে হাসপাতালে কর্মরত নার্সিং স্টাফ মমতা দেবী জানান, বুধবার হঠাৎ করেই হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। যার ফলে রোগী সহ চিকিৎসা নিতে আসা স্থানীয়রাও খুব সমস্যায় পড়েন। হাসপাতালের সঙ্গে যুক্ত থাকা এক কর্মী জানান, এর আগেও বোর্ডের সদস্যরা হাসপাতাল বন্ধ করার চেষ্টা করেছিলেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে। ওই কর্মীর অভিযোগ, হাসপাতাল বন্ধের বিরোধিতা করায় তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হতো। হাসপাতালে তালা মারার বিষয়ে বোর্ডের সদস্যদের জিজ্ঞাসা করলে তারা জানান, হাসপাতালের লাইসেন্সের নবীকরণ হয়নি।

{link}

 অপরদিকে এম বি লায়নস হাসপাতাল বোর্ডের চেয়ারম্যান পবন মৌন্ডিয়া জানান, হাসপাতালের লাইসেন্স নবীকরণ হয়নি। সেজন্য হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের কোন রোগীকে ভর্তি করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু বোর্ডের কথা না শুনে তারা রোগী ভর্তি নিচ্ছিলেন। তিনি জানান, রোগীর কিছু দুর্ঘটনা ঘটে গেলে সমস্ত দায় বোর্ড কমিটির উপর থাকবে। তাই হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অনুরোধ করা হয়েছিল নতুন করে লাইসেন্স নবীকরণ না হওয়া পর্যন্ত রোগী ভর্তি না করতে। এই ঘটনাটিকে ঘিরে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কারণে সমস্যার সম্মুখীন হতে হয়েছে জামুরিয়ার বাসিন্দাদের।

{ads}  

News MB Lions Hospital Board member locked the hospital Nandi Road Jamuria West Burdwan West Bengal India জামুড়িয়া পশ্চিম বর্ধমান সংবাদ

Last Updated :