header banner

'মদন মিত্রই শ্রেষ্ঠ ক্রীড়ামন্ত্রী, ওকে মন্ত্রীসভায় না দেখে আমি অবাক'- বিস্ফোরক প্রসূন

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ার বালিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে এসে বেলাগাম মন্তব্য করলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। যার জেরে ইতিমধ্যেই তার সেই ভাইরাল বক্তৃতাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। শনিবার মদন মিত্রকে পাশে রেখে প্রাক্তন খেলোয়াড় বলেন, ক্রীড়া মন্ত্রী হিসেবে মদন মিত্রই তার কাছে শ্রেষ্ঠ। আর কাউকে ক্রীড়ামন্ত্রী হিসেবে মেনে নিতে পারবেন না। এছাড়াও তার বক্তব্যে একাধিকবার মদনের ভূয়সী প্রশংসা করেন তিনি। গতকালে সেই মন্তব্যগুলি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বর্তমান ক্রীড়ামন্ত্রকের উপর যে তিনি সন্তুষ্ট নন, তার বক্তব্যে তিনি তা স্পষ্টভাবে বলেছেন। তার পাশাপাশি বলেছেন, কারুর যদি এতে খারাপ লাগে, তাহলেও তার কিছু যায় আসে না। 

{link}
একই অনুষ্ঠানে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর মুখে আবার বোমা-হুমকি। নবান্ন অভিযানের দিন শুভেন্দু অধিকারীর মন্তব্য তুলে ধরে মদন মিত্র বলেন, "যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন, যারা বলছেন "ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল", যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব। কিন্তু দল বলেছে হিংসা নয়, সৃষ্টি চাই। তাণ্ডব নয়, প্রেম চাই।" মদন মিত্র আরও বলেন, "এখনই একটা বোমা মারলে সব ফাঁকা হয়ে যাবে। কিন্তু তাতে কৃতিত্ব কিছু নেই।" যার ফলে দুই তৃণমূল নেতার বক্তব্যে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। 
{ads}

news Madan Mitra Prasun Banerjee Trinamool Congress West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article