header banner

মেয়ের শ্বশুর বাড়িতে ঝামেলার মিমাংসা করতে গিয়ে প্রতিবেশীর হাতে খুন বাবা

article banner

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ মেয়ের শ্বশুর-বাড়ির বিবাদ মীমাংসা করতে গিয়ে প্রতিবেশীর হাতে খুন হতে হলো বাবাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাচল থানার হলদিবাড়ি এলাকায়। মৃতের নাম আব্দুল হক। বয়স ৪০। তার পরিবারে রয়েছে স্ত্রী ফুল বিবি ও চার মেয়ে।

{link} 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হকের মেয়ে চুমকি বিবির বিগত কয়েক বছর আগে বিয়ে হয় হলদিবাড়ি এলাকার বাসিন্দা রোস্তম শেখের সাথে। মাঝেমধ্যেই চুমকির পরিবারে গন্ডগোল বাঁধে। আর সেই গন্ডগোলের মীমাংসা করতে প্রায়ই আব্দুল বাবু মেয়ের শ্বশুড়বাড়িতে আসতেন। শুক্রবার চুমকির শ্বশুড়বাড়িতে ফের অশান্তি বাঁধলে তিনি যথারীতি সেদিনও যান মেয়ের শ্বশুর বাড়িতে। কিন্তু তারপরেই ঘটে বিপত্তি। মেয়ের শ্বশুড় বাড়ির প্রতিবেশী বাবলু শেখের সাথে তার কথা কাটাকাটি এবং পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুইজন। সেই বিবাদ কে কেন্দ্র করে আব্দুল হক কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারে বাবলু হক সহ মোট আটজন এমনটাই অভিযোগ তার পরিবারের। এরপর তড়িঘড়ি আব্দুল হককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু রাতে শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

{link}

 চিকিৎসা চলাকালীন শনিবার সকালে মৃত্যু হয় আব্দুল হকের। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা গ্রামে। ইতিমধ্যেই আব্দুল হকের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে চাচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পলাতক বলে জানা যায়। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ।

{ads}
 

News Father had to be killed by the neighbo of daughter in law's house Haldibari Chachal Police Station Malda West Bengal India মালদা সংবাদ

Last Updated : 3 years ago