header banner

"বাংলা না জানলে বিহারে গিয়ে চিকিৎসা করান",বিতর্কের মুখে কল্যাণী জেএনএম হাসপাতাল

article banner


নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ রোগী বাংলা জানেন না,তাই হাসপাতালে তার চিকিৎসা হবে না। এমনই এক বিস্ফোরক অভিযোগ উঠল কল্যাণী জেএনএম হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় কল্যাণী জেএনএম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বচসা হয় প্রসূতি রোগী এবং তার পরিবারের। নমাসের অন্তঃসত্ত্বা ওই অভিযোগকারিণীর নাম সাগুফারিস বিবি।

{link}

স্থানীয় সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার জগদ্দল কাঁকিনাড়ার বাসিন্দা ওই মহিলা। মঙ্গলবার তার সিজার হওয়ার কথা ছিল। সেইমতো ওই মহিলাকে তার পরিবার কল্যাণী জেএনএম হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করানোর জন্য নিয়ে আসেন। ওই রোগী জানিয়েছেন, চিকিৎসক তাকে শারীরিক সমস্যার কথা জানতে চাইলে,তিনি হিন্দি ভাষায় কথা বলতে থাকেন। এরপর চিকিৎসক তাকে বাংলায় কথা বলার কথা বললে তিনি জানান, বাংলা তিনি জানেন না। ওই মহিলার অভিযোগ, সেই সময় চিকিৎসক তাকে বলেন,"বিহারে গিয়ে চিকিৎসা করান"। তার আরও অভিযোগ,ওই চিকিৎসক প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলে দেন। এরপরেই ওই প্রসূতির পরিবারের সাথে চিকিৎসকের বচসা শুরু হয়। রোগীর পরিবারের অভিযোগ, ওই ঘটনার সমস্ত কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করার পরেই চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী নার্স সকলেই ক্ষিপ্ত হয়ে যান।

{link} 

এরপর মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করতেই শুরু হয় ধাক্কাধাক্কি। পরে ওই রোগীকে নিয়ে তার পরিবার কল্যাণী থানায় ওই চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে। অপরদিকে, স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার কাজে বাধা দেওয়ায় এবং বিনা অনুমতিতে মোবাইলে ছবি তোলায় পাল্টা অভিযোগ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

{ads}
 

News Maternity patient Medical nurses Health workers Emergency department of Kalyani JNM Hospital Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article