নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ আবারও সরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ। যার ফলে মৃত্যু হল এক সদ্যজাত শিশুর। ঘটনাটি ঘটেছে বোলপুর মহাকুমা হাসপাতালে। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান শিশুটির পরিবারের লোকজন। মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বোলপুরের বাসিন্দারাও।
{link}
স্থানীয় সূত্রে জানা যায়, বোলপুর থানার অন্তর্গত কাশিপুরের বাসিন্দা শীলা মল্লিক গত দুদিন আগে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্তান প্রসবের জন্য। কিন্তু প্রসবের সময় তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করেন হাসপাতালের কর্তব্যরত নার্সরা এমনটাই অভিযোগ ওই মহিলার। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় তিনি মৃত সন্তান প্রসব করেছেন। পরিবারের লোকজন এই বিষয়টি জানার পরেই ক্ষোভে ফেটে পড়েন। এরপরেই তারা চড়াও হয় হাসপাতালের উপর। বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুকে ঘিরে চলে বিক্ষোভ। ওই পরিবারের অভিযোগ কর্তব্যরত নার্সদের অবিলম্বে শাস্তি দিতে হবে। কেন এভাবে রোগীদের প্রতি দুর্ব্যবহার করা হবে সেই বিষয়েও প্রতিবাদ জানান তারা।
{link}
এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। মৃত শিশুর পরিবারের লোকজনের সাথে পুলিশ কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু বারবার শিশু মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে বোলপুর মহাকুমা হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে। কেনই বা হাসপাতাল কর্তৃপক্ষ নার্স –ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ উঠছে রোগীদের সাথে দুর্ব্যবহার করার তা নিয়েও উঠছে প্রশ্ন। হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু জানান এই বিষয় নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে। তারপর পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।
{ads}